রাজ্য সরকারের তরফে পশ্চিমবঙ্গ পুলিশে কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল। ১০২২৫ কনস্টেবল নিয়োগ করা হবে যার মধ্যে পুরুষ ৭২২৮, মহিলা ৩০২৭ শূন্যপদে কনস্টেবল নিয়োগ করা হবে। জেনে নিন নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্যের সম্পর্কে-
কারা করতে পারবেন আবেদন?
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত যে কোনও স্কুল থেকে মাধ্যমিক বা স্বীকৃত যে কোনও বোর্ড থেকে দশম শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ১ জানুয়ারি, ২০২৪–এর নিরিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারবেন কনস্টেবল পদের জন্য। সংরক্ষিত শ্রেণিভুক্ত প্রার্থীরা সরকারি নিয়মানুসারে বয়সের ঊর্ধ্বসীমায় প্রযোজ্যমতো ছাড় পাবেন। সঙ্গে নির্ধারিত শারীরিক মাপ ও দৈহিক সক্ষমতার অধিকারী হওয়ার পাশাপাশি প্রার্থীর বাংলা ভাষায় দখল থাকা প্রয়োজন (দার্জিলিং ও কালিম্পং জেলার স্থায়ী অধিবাসী বাদে)। আগের মতোই শূন্যপদের মধ্যে সিভিক ভলান্টিয়ার (সিভি), ভিলেজ পুলিশ ভলান্টিয়ার (ভিপিভি), হোমগার্ড, ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ভলান্টিয়ার ফোর্সের সদস্যদের জন্যও সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষণের ব্যবস্থা রয়েছে।
শুরুতেই হবে লিখিত পরীক্ষা প্রিলিমিনারি রিট্ন টেস্ট। ১ ঘণ্টা মেয়াদের মাল্টিপল চয়েস ধাঁচের ও ১০০ পূর্ণমানের প্রশ্নপত্রে পরীক্ষা। বিষয় বিভাজন- জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ (২৫), ইংলিশ (১০), মাধ্যমিক স্তরের এলিমেন্টারি ম্যাথমেটিক্স (২৫), রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যানালিসিস (২৫)। এতে পাশ করলে ডাকা হবে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট (পিএমটি) বা দৈহিক মাপজোকের পরীক্ষায়। এর পরেই হবে ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্ট (পিইটি) বা দৈহিক সক্ষমতার পরীক্ষা। এখানে মূলত নির্ধারিত সময়ের মধ্যে নির্দিষ্ট দূরত্ব (পুরুষদের ক্ষেত্রে সাড়ে ৬ মিনিটের কমে ১৬০০ মিটার, মহিলাদের ক্ষেত্রে ৪ মিনিটের কমে ৮০০ মিটার ইত্যাদি) দৌড়তে হবে। শেষে থাকবে ১৫ নম্বরের ইন্টারভিউ।