দ্বিতীয় বার ক্ষমতায় আসার পর ২০১৯ সালের ১১ ডিসেম্বর সিএএ পাশ করিয়েছিল কেন্দ্রের মোদী সরকার। অবশেষে বিল থেকে আইনে পরিণত হওয়ার প্রায় সাড়ে চার বছর পরে ঠিক লোকসভা নির্বাচনের মুখে দেশে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) জারি করার কথা জানিয়েছে তারা। যা নিয়ে ইতিমধ্যেই দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছে।
এ নিয়ে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেও বিক্ষোভ দানা বেঁধেছে। যদিও শান্তি বজায় রাখতে সেখানে দ্রুত পুলিশ মোতায়েন করা হয়েছে। জামিয়া কর্তৃপক্ষও নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করছে। এদিকে, জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়েও আন্দোলন দানা বাঁধতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। তবে এ নিয়ে আগাম সতর্ক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ইতিমধ্য়েই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পড়ুয়াদের শান্তি শৃঙ্খলা বজায় রাখা ও সতর্ক থাকার জন্য বিশেষ নির্দেশ জারি করেছে।