সম্প্রতি দিদি নম্বর ১-এর সানডে স্পেশাল এপিসোডে বিশেষ অতিথি হয়ে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কিছুদিন আগে ‘দিদি’র সঙ্গে দেখা করতে নবান্নতে গিয়েছিলেন তিনি। আর সেই থেকেই জল্পনা শুরু হয়েছিল লোকসভা ভোটে তৃণমূলের টিকিটে প্রার্থী হতে পারেন রচনা বন্দ্যোপাধ্যায়। রবিবার সেই জল্পনাতেই সিলমোহর পড়েছে ব্রিগেডের জনগর্জন সভায়। হগলি কেন্দ্রের প্রার্থী হিসেবে রচনার নাম ঘোষণা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর উল্টো দিকে রয়েছেন বিজেপির লকেট চট্টোপাধ্যায়। ফলে হুগকিতে দুই তারকার হাড্ডাহাড্ডি লড়াই দেখবে রাজ্যের মানুষ।
লকেটের সঙ্গে ভোটযুদ্ধ নিয়ে রচনা স্পষ্ট বলেন, ‘লকেট আমার ভাল বন্ধু। তুই তোকারি সম্পর্ক। ওঁর দৃষ্টিভঙ্গি থেকে ব্যক্তিগত কুৎসা করলেও আমি বলব না কিছু।’ সংবাদ মাধ্যমের কাছে তিনি এও জানান, ‘মমতা বন্দ্যোপাধ্যাকে সম্মান জানাতেই আমি রাজনীতিতে এসেছি।’ তাঁর কথায়, ‘আমি ভেবেই সিদ্ধান্ত নিয়েছি। দিদি নম্বর ওয়ান করতে গিয়ে বহু মানুষের কথা। মহিলাদের কথা জেনেছি। অনেকে নিজের পায়ে দাঁড়িয়েছেন। এটা আমাকে মানুষের জন্য কিছু করার অনুপ্রেরণা জুগিয়েছে।’ রচনা জানালেন, ‘হুগলি কঠিন হলেও জেতার বিষয়ে আত্মবিশ্বাসী। মানুষ আমার সঙ্গে নিশ্চিত থাকবেন।’