ক্রিকেটের পর এবার রাজনীতির ময়দানেও কি ঝোড়ো ব্যাটিং করবেন তিনি? কেমন হবে তাঁর নতুন ইনিংস। আসন্ন লোকসভা নির্বাচনে বাংলায় বহরমপুর কেন্দ্র থেকে তৃণমূলের থেকে লড়বেন ক্রিকেটার ইউসুফ পাঠান। রবিবার তৃণমূলের জনগর্জন ব্রিগেড থেকেই প্রার্থী তালিকা ঘোষণা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার ইউসুফের নতুন পথ চলাকে স্বাগত জানালেন খোদ শচীন তেণ্ডুলকর। ফোন করে তারকা অলরাউন্ডারকে শুভেচ্ছা জানালেন মাস্টার ব্লাস্টার। কলকাতা তথা বাংলার সঙ্গে ইউসুফের যোগাযোগ দীর্ঘদিনের। আইপিএলে কেকেআরের জার্সিতে বহু ম্যাচে ত্রাতা হয়ে উঠেছিলেন ইউসুফ। বরোদায় জন্ম হলেও বাংলার ইডেন তাঁর বড় চেনা মাঠ। আর সেই বাংলার ময়দানেই এবার কামব্যাক করছেন ইউসুফ। জনগর্জন ব্রিগেডে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ব়্যাম্পে হাঁটতে দেখা গেল ইউসুফকে।
এদিন প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণার পরই খেলার দুনিয়া থেকে শুভেচ্ছা আসতে শুরু করে ইউসুফের কাছে। শচীন তেণ্ডুলকরও তাঁকে ফোন করে শুভেচ্ছা জানান বলে খবর। উল্লেখ্য, কংগ্রেস আমলের মনোনীত সাংসদ ছিলেন শচীন। তাই নির্বাচনের ময়দানে ইউসুফ পা রাখতেই তাঁকে শুভেচ্ছা জানালেন মাস্টার ব্লাস্টার। জীবনে প্রথমবার রাজনীতির ময়দানে নেমে উচ্ছ্বসিত ইউসুফ। ইনস্টাগ্রামে বাংলা ভাষায় পোস্ট করে তিনি লেখেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি কৃতজ্ঞ। পার্লামেন্টে মানুষের কণ্ঠস্বর হওয়ার জন্য আমার প্রতি ভরসা রেখেছেন।” ভাইয়ের এই নতুন ভূমিকায় শুভেচ্ছা জানিয়েছেন দাদা ইরফান পাঠানও। “মমতাদি মানুষকে সেবা করার সুযোগ করে দিয়েছেন। সেটাকে কাজে লাগানোর চেষ্টা করব। আপাতত শ্রীলঙ্কা যাচ্ছি। ফিরে প্রচার শুরু করব”, এদিন কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান ইউসুফ।