একুশের বিধানসভা ভোটে কৈলাস বিজয়বর্গীয়-সহ কয়েকজন দিল্লি ও রাজ্যের নেতাকে ধরে টিকিট পেয়েছিলেন বহু পদ্ম নেতা-নেত্রী। সেই সুবাদে শিকে ছিঁড়েছিল বেশ কিছু দলবদলুরও। এবারও এক-একটি লোকসভা আসনের জন্য ৩০ থেকে ৩৫ জন টিকিট প্রত্যাশীর আবেদন জমা পড়েছে। কিন্তু টিকিট দেওয়ার ক্ষেত্রে এবার সাবধানী বিজেপি। আর তাই এবার কাকে ধরলে টিকিট মিলবে, তা বুঝে উঠতে পারছেন না বাংলার গেরুয়া নেতারা। যার ফলে কার্যত দিশে হারা অবস্থা তাঁদের।
প্রসঙ্গত, বাংলার ২০টি লোকসভা কেন্দ্রের জন্য প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। আসানসোল কেন্দ্রের ঘোষিত বিজেপি প্রার্থী পবন সিং নাম প্রত্যাহার করেছেন। এখনও ২৩টি আসনের তালিকা সামনে আসা বাকি। বঙ্গ বিজেপিতে টিকিট প্রত্যাশীদের তালিকাও নেহাত মন্দ না। আদি থেকে শুরু করে নব্য বিজেপি নেতা-নেত্রীরা টিকিটের জন্য লড়ে যাচ্ছেন। কেউ কেউ দিল্লি ছুটছেন, কেউ প্রভাবশালী পুরনো নেতাদের শরণাপন্ন হচ্ছেন। অনেকে আবার কেশব ভবনে সঙ্ঘ আধিকারিকদের কাছে প্রার্থনা জানিয়ে এসেছেন। পার্লামেন্টে যাওয়ার স্বপ্নে বিভোর বঙ্গ-বিজেপির বহু নেতা-নেত্রী এখন নির্ভরযোগ্য ঠাঁই খুঁজছেন, যেখানে তৈলমর্দনে কাজ হাসিল হবে।