বহুদিন হল বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছে তাঁদের। আর এবার ভোটের যুযুধান আঙিনায় একে অপরের বিরুদ্ধে মুখোমুখি হতে চলেছেন তাঁরা। রবিবার ব্রিগেড ময়দানে ‘জনগর্জন’ সভা থেকে দলের সেকেণ্ড ইন কমাণ্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী হিসেবে সুজাতা মণ্ডলের নাম ঘোষণার পরই প্রচারে নেমে পড়েছেন ওই দলের নেতা কর্মীরা। সোমবার সকাল থেকে বড়জোড়া ব্লক মহিলা তৃণমূলের উদ্যোগে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে দলীয় প্রার্থী সুজাতা খাঁ-র সমর্থনে দেওয়াল লিখনের কাজ শুরু হয়ে গিয়েছে। নেতৃত্বে ছিলেন তৃণমূল নেত্রী তথা বাঁকুড়া জেলা পরিষদের পূর্ত ও পরিবহন কর্মাধ্যক্ষ অর্চিতা বিদ। প্রসঙ্গত উল্লেখ্য, রাজনীতিতে আগ্রহী সব মানুষের এবার নজর থাকবে বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রটির দিকে। কারণ সম্ভবত স্বাধীনতার পর এই প্রথমবার লোকসভা ভোটে কোন কেন্দ্রে সম্মুখ সমরে স্বামী-স্ত্রী।
যদিও আইনত তাঁদের বিবাহবিচ্ছেদ হয়ে গেছে। তবে, সৌমিত্র খাঁ বা সুজাতা মণ্ডল, জনতার রায়ে যে-ই লোকসভায় যাওয়ার ছাড়পত্র আদায় করে নিন না কেন, তিনিই নজির তৈরি করবেন। সৌমিত্র জিতলে তিনি একটানা এই কেন্দ্র থেকে তিনবার জিতে হ্যাটট্রিক করবেন। অন্যদিকে সুজাতা জিতলে সিপিআইএমের সন্ধ্যা বাউরি-সুস্মিতা বাউরির পর তিনিই হবেন এই কেন্দ্রের মহিলা সাংসদ। পাশাপাশি, নিজের প্রাক্তন স্বামী গত দু’বারের সাংসদকে হারানোর কৃতিত্ব অর্জন করবেন তিনি। শেষ হাসি ফোটে কার মুখে, সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।