লোকসভা নির্বাচনের আগে, তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভার দিকেই ছিল সকলের নজর। রবিবাবের বারবেলায় মেগা ইভেন্টে চমকে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্য়ায়।
চব্বিশের মহাযুদ্ধের ৪২ সদস্যের দুরন্ত স্কোয়াড ঘোষণা করলেন মমতা। জোড়া বিশ্বকাপ জয়ীর সঙ্গেই মহাতারকা ফুটবলারকে নিয়ে চমকে দিল টিএমসি! ব্রিগেডে দাঁড়িয়ে ৪২ আসনের যে প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল, সেখানে দু’টি নাম আলাদা করে নজর কেড়ে নিল। দু’জনেই দেশকে দিয়েছেন বিশ্বকাপ। তাঁদের ক্রিকেটের ময়দানে আলাদা করে পরিচয় করিয়ে দেওয়ার কোনও প্রয়োজনই নেই।
বহরমপুরের প্রার্থী হলেন ইউসুফ পাঠান। বর্ধমান-দুর্গাপুর কেন্দ্র থেকে দাঁড়াচ্ছেন কীর্তি আজাদ। হাওড়া থেকে তৃণমূলের বাজি প্রাক্তন মহাতারকা ফুটবলার ও সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়!
৪১ বছরের ইউসুফ পরিচিত তাঁর ঝোড়ো ব্য়াটিং ও প্রয়োজনে অফ-স্পিনে উইকেট তুলে নেওয়ার জন্য়। দেশের জার্সিতে ওয়ানডে ও টি-২০ ফরম্য়াট মিলিয়ে করেছেন হাজারের উপর রান। এমএস ধোনির নেতৃত্বাধীন ভারতীয় দলের সঙ্গে ২০০৭ সালে টি-২০ বিশ্বকাপ ও ২০১১ সালে পঞ্চাশ ওভারের বিশ্বকাপও জিতেছেন ইউসুফ পাঠানের দাদা। ২০১১-২০১৭ পর্যন্ত আইপিএল খেলেছেন কলকাতার দল কেকেআরের হয়েই। শহরের ফ্র্যাঞ্চাইজিকে দিয়েছেন জোড়া আইপিএল। ইউসুফ এই প্রথম রাজনীতির আঙিনায় পা রাখলেন। টিএমসি-র হয়েই শুরু হচ্ছে তাঁর কেরিয়ারের নতুন ইনিংস।
৬৫ বছরের কীর্তি তিরাশির বিশ্বকাপ জয়ী দলের সদস্য়। তবে ইউসুফের মতো তাঁর রাজনীতিতে প্রথমবার পদার্পণ নয়। কীর্তির রক্তেই রাজনীতি। তাঁর বাবা ভগবত ঝা আজাদ ছিলেন বিহারের প্রাক্তন মুখ্য়মন্ত্রী। কীর্তির রাজনীতিতে হাতেখড়ি বিজেপিতে হয়। তিনি কংগ্রেসও করেছেন। এখন তিনি তৃণমূলের। এদিন ব্রিগেডে কীর্তি বলেছেন তিরাশির বিশ্বকাপের দল ছিল অখণ্ড ভারত। যেখানে সব ধর্মের ক্রিকেটাররা খেলেছেন। তাঁর মতে এখন ধর্মের নামে ভাইয়ের সঙ্গে ভাইয়ের লড়াই বাঁধিয়ে দেওয়া হচ্ছে।