লোকসভা নির্বাচনের আগে ফের অস্বস্তি বাড়ল পদ্মশিবিরের। বিজেপিশাসিত রাজ্য ত্রিপুরায় রমরমিয়ে চলছে অবৈধ নেশাদ্রব্যের ব্যবসা। গোপন খবরের ভিত্তিতে রবিবার উত্তর ত্রিপুরা ধর্মনগরে একটি নম্বরহীন নতুন বোলেরো গাড়িকে দাঁড় করিয়ে পুলিশ তল্লাশি চালায়। এবং এরপরেই সেখান থেকে বিপুল পরিমাণ নেশাদ্রব্য সমেত ৩ জনকে আটক করে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, কিছুদিন যাবৎ আগরতলা ও রাজ্যের বিভিন্ন জায়গায় চুরি ডাকাতি অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছে। এর পেছনে রয়েছে নেশাদ্রব্যের ব্যবসা।
উল্লেখ্য, বাগপাশা থানার পুলিশ এই মর্মে জানায় যে, উদ্ধার হওয়া নেশাদ্রব্য ইয়াবা ট্যাবলেটের বাজার মুল্য ৫ কোটি টাকা। জেলা পুলিশ সুপার জানিয়েছেন, বাগপাশা থানার পুলিশ নম্বরহীন নতুন বোলেরো গাড়িকে থামিয়ে তল্লাশি চালিয়ে ৫ কোটি টাকার নেশার সামগ্রী ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। শুধু তাই নয়, গাড়ি সহ তিন জনকে এদিন পুলিশ আটক করে। এই মুহূর্তে বিভিন্ন ধরণের ড্রাগ পাচারের আন্তর্জাতিক করিডর ত্রিপুরা, সেই বিষয় সন্দেহাতীত। ভোটের আগে এহেন পরিস্থিতির জেরে স্বাভাবিকভাবেই মাথাব্যথা বেড়েছে সে রাজ্যের গেরুয়া-নেতৃত্বের।