যে কোনও নির্বাচনে নতুন মুখের সন্ধান রাজনৈতিক দলের অন্যতম কর্মসূচি। বাংলার শাসকদল সেদিক থেকে আরও অগ্রণী ভূমিকা নিয়ে থাকে প্রতি নির্বাচনের আগে। এবারও লোকসভা ভোটের আগে নতুন মুখ খুঁজতে তৃণমূল ভবনে বসল ড্রপ বক্স।
নির্বাচনে লড়তে আগ্রহী প্রার্থীরা নিজেদের বায়োডাটা জমা দিতে পারবেন ওই বক্সে। শনিবারের মধ্যেই জমা পড়া আবেদন পৌঁছে যাবে কালীঘাটের কার্যালয়ে। সেখানেই চূড়ান্ত স্ক্রুটিনি হবে বলে খবর। এর পর রবিবার ব্রিগেড সমাবেশ থেকে প্রার্থী ঘোষণা করতে পারে তৃণমূল। সেক্ষেত্রে এবারের লোকসভার লড়াইয়ে ঘাসফুল শিবির থেকে নতুন কোনও মুখ উঠে আসার সম্ভাবনা প্রবল।
নতুন প্রার্থীর খোঁজে আগে থেকেই তৃণমূল শিবিরে আবেদন জমা পড়ছিল। তার সংখ্যা ক্রমশ বাড়তে থাকলে গত বুধবার তৃণমূল ভবনে ড্রপ বক্স বসানো হয়। এর আগে একুশের নির্বাচনেও একইভাবে তৃণমূল ভবনে ড্রপ বক্স বসিয়ে আবেদনপত্র সংগ্রহ করা হয়েছিল। এবারও একই পদ্ধতি। জানা যাচ্ছে, এখনও পর্যন্ত ৯৫টি আবেদনপত্র জমা পড়েছে লোকসভা ভোটে ঘাসফুল শিবিরের প্রার্থী হতে চেয়ে। আবেদনকারীদের মধ্যে রয়েছেন আইনজীবী, ডাক্তার, অধ্যাপক, সমাজকর্মী-সহ সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিত্ব। তাঁদের মধ্যে থেকে কাকে নতুন মুখ হিসেবে তুলে আনা হবে অথবা কাউকে আদৌ তা হবে কি না, তা বোঝা যাবে কয়েকদিনের মধ্যেই।