নির্বাচন কমিশন লোকসভা নির্বাচনের নির্ঘন্ট এখনও প্রকাশ না করলেও ইতিমধ্যেই বেজে গিয়েছে ভোটের দামামা। এই মুহূর্তে শাসক থেকে বিরোধী— সব শিবিরই শুরু করে দিয়েছে প্রার্থী তালিকা চূড়ান্তের কাজ। এরই মধ্যে খবর, এবারের লোকসভার প্রার্থী তালিকায় বড় চমক দিতে চলেছে তৃণমূল। রাজ্য রাজনীতিতে দাপটের সঙ্গে কাজ করা একাধিক মহিলা মুখকে এবার দিল্লি পাঠাতে আগ্রহী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, ২০১৯ লোকসভা নির্বাচনের মতো এবারও বিনোদন জগতের বেশকিছু মুখ প্রথমবার পা রাখতে চলেছেন সংসদীয় রাজনীতিতে।
যেমন জনপ্রিয় টলিউড অভিনেত্রী ও ‘দিদি নাম্বার ওয়ান’ রিয়ালিটি শো-এর মুখ রচনা বন্দ্যোপাধ্যায় এবার রাজনীতির ময়দানে। এতদিন নিজেকে সক্রিয় রাজনীতি থেকে সরিয়ে রাখলেও এবার লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী হিসেবে আবির্ভাব হতে চলেছে তাঁর। সূত্রের খবর, আসন্ন লোকসভা নির্বাচনে রচনাকে প্রার্থী হওয়ার প্রস্তাব দিয়েছেন খোদ তৃণমূল নেত্রী মমতা। জানা যাচ্ছে, কাঁথি অথবা তমলুক লোকসভা কেন্দ্র থেকে এবার টিকিট দেওয়া হতে পারে তাঁকে। আবার, জাতীয় ক্রিকেট থেকে অবসরের পর রাজনীতির বাইশ গজে দীর্ঘদিন ধরেই রয়েছেন কীর্তি আজাদ। ২০১৪ সালে বিজেপির টিকিটে প্রথমবার লোকসভায় গেলেও, কংগ্রেস হয়ে বর্তমানে তাঁর ঠিকানা তৃণমূল। ২০২১ সালে তৃণমূলে যোগ দেওয়ার পর দলের হয়ে গোয়ার দায়িত্ব সামলেছেন কীর্তি। জানা যাচ্ছে, লোকসভা নির্বাচনে এবার দূর্গাপুর আসন থেকে তাঁকে টিকিট দিতে চলেছে তৃণমূল।
২০১১ সালে তৃণমূলের টিকিতে বনগাঁ উত্তর কেন্দ্র থেকে প্রথমবার বিধায়ক হন বিশ্বজিৎ দাস। এরপর ২০১৬ সালে এই কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে জয় পেলেও, উনিশের লোকসভা নির্বাচনের পর দিল্লিতে বিজেপির সদর দপ্তরে গিয়ে বিজেপিতে যোগদান করেন তিনি। তবে একুশের নির্বাচনের আগে ‘ঘর ওয়াপসি’ করে বাগদা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে ফের বিধানসভায় যান বিশ্বজিৎবাবু। শোনা যাচ্ছে, আসন্ন লোকসভা নির্বাচনে তাঁকে টিকিট দিতে চলেছে দল। আবার, ২০২১-এ রাজনীতির আঙিনায় প্রবেশ টলিউড অভিনেত্রী জুন মালিয়ার। তৃণমূলের টিকিটে মেদিনীপুর সদর কেন্দ্র থেকে জিতে বিধানসভায় পা রাখেন তিনি। শোনা যাচ্ছে, এবার তারকা-বিধায়কে মেদিনীপুর লোকসভা আসন থেকে টিকিট দিতে আগ্রহী দল।
এদিকে, শোনা যাচ্ছে, বাঁকুড়ার তালডাংরার তৃণমূল বিধায়ক অরূপ চক্রবর্তী, যিনি দলের দীর্ঘদিনের বিশ্বস্ত সৈনিক, তাঁর ওপর এবার আসন্ন লোকসভা নির্বাচনে ভরসা রাখতে চাইছে ঘাসফুল শিবির। লোকসভার টিকিট পাচ্ছেন সায়নী ঘোষও। প্রসঙ্গত, ২০২১ সালে বিধানসভা নির্বাচনের আগে রাজনীতির ময়দানে পা রাখেন এই জনপ্রিয় টলি অভিনেত্রী। একুশের বিধানসভা নির্বাচনে আসানসোল দক্ষিন কেন্দ্র থেকে লড়াইয়ে নামলেও হারের মুখ দেখতে হয় তাঁকে। যদিও সায়নীকে যুব নেত্রীর দায়িত্ব দেয় দল। দীর্ঘদিন ধরে দক্ষতার সঙ্গে দলের দেওয়া সাংগঠনিক দায়িত্ব সামলেছেন সায়নী। তারই পুরস্কার স্বরূপ এবার লোকসভা নির্বাচনে তাঁকে টিকিট দিতে আগ্রহী ঘাসফুল। সবমিলিয়ে চমকে ভরা থাকছে ২০২৪ লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকা।