আন্তর্জাতিক নারী দিবসের দিন তাৎপর্যপূর্ণ পদক্ষেপ নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বাংলার বিদ্যুৎ বণ্টন সংস্থার কয়েকটি সাবস্টেশন সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত বলে ঘোষণা করল রাজ্য বিদ্যুৎ দফতর। দফতরের মতে, দেশের আর কোনও রাজ্যে মহিলা পরিচালিত সাবস্টেশন নেই। ফলে এই উদ্যোগ দেশের মধ্যে প্রথম। রাজারহাট এবং সল্টলেকে অবস্থিত দুটি সাবস্টেশনকে মহিলা দ্বারা পরিচালিত বলে ঘোষণা করেছে রাজ্য। বিদ্যুৎ দফতর সূত্রে জানা গিয়েছে, সল্টলেকের ১৩২ কেভি জিআই সাবস্টেশন এবং রাজারহাটে অবস্থিত রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার এলিটা গার্ডেন ভিস্তা ৩৩ কেভি সাবস্টেশনকে সম্পূর্ণ মহিলা পরিচালিত সাবস্টেশন বলে ঘোষণা করা হয়েছে। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বণ্টন সংস্থার কাস্টমার কেয়ারগুলিও সম্পূর্ণ মহিলা পরিচালিত করার আশ্বাস দিয়েছেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, কয়েকটা সাবস্টেশনকে মহিলা পরিচালিত করতে হবে। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই নির্দেশ মেনেই প্রথম পদক্ষেপ হিসেবে মহিলা পরিচালিত করা হল দুটি সাবস্টেশনকে।
পাশাপাশি, বিদ্যুৎ দফতর সূত্রে জানা গিয়েছে, সল্টলেকের সাবস্টেশনে ২৬ জন কর্মী রয়েছেন এবং রাজারহাটের স্টেশনে রয়েছেন ৮ জন কর্মী। মন্ত্রী অরূপ বিশ্বাস জানান, এই দুটি সাবস্টেশন ১০০ শতাংশ মহিলা পরিচালিত। সাবস্টেশন দুটিতে যদি ৮০ জন করে কর্মী থাকে তাহলে সকলেই হবেন মহিলা। অর্থাৎ সাব স্টেশনের নিরাপত্তারক্ষী থেকে শুরু করে ইঞ্জিনিয়ার সমস্ত কর্মী হবেন মহিলা। মন্ত্রীর কথায়, প্রথম পদক্ষেপ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পথ দেখালেন। গোটা দেশ এবার এই পথে হাঁটবে। অন্যদিকে, রাজ্যে বিদ্যুতের দাম বাড়বে কি না সেবিষয়ে অরূপ জানান, বিজেপি শাসিত রাজ্যগুলিতে বিদ্যুতের দাম লাগাতার বেড়ে চলেছে। কিন্তু, বাংলায় বিদ্যুতের দাম সেভাবে বাড়েনি। এখনও বাংলা বিদ্যুতের দাম ৭ টাকা ১২ পয়সা আছে। এই অবস্থায় বিদ্যুতের দাম বাড়ানো হবে না বলেই জানিয়েছেন মন্ত্রী। তিনি আরও জানান, বিপুল ব্যয় করা হচ্ছে। আধুনিক করে তোলা হচ্ছে রাজ্য বিদ্যুৎ দফতরের সাবস্টেশন এবং বিদ্যুৎ পরিবহণের সঙ্গে যুক্ত পরিকাঠামোকে।
