এবারের লোকসভা নির্বাচনে বাংলার পাশাপাশি আসাম, মেঘালয়েও একলা চলো নীতি নিয়েছে তৃণমূল। দলের সাংগঠনিক শক্তির ওপর ভিত্তি করেই দুই রাজ্যে প্রার্থী দেওয়ার ব্যাপারে আলোচনা চলছে। সুস্মিতা দেব কলকাতায় এসে ইতিমধ্যেই প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। আসাম তৃণমূলের সভাপতি রিপুন বোরা কয়েকদিনের মধ্যে কলকাতায় আসবেন। আলোচনা হবে তাঁর সঙ্গেও। তারপর দলনেত্রী সিদ্ধান্ত নেবেন আসামে কে বা কারা প্রার্থী হবেন।
রিপুন বলেন, ‘আমরা নিজের পায়ে দাঁড়িয়েই সংগঠনকে মজবুত করছি। ফলে আসন সমঝোতা হবে কি না, এই সিদ্ধান্ত নেবেন শীর্ষ নেতৃত্ব। তাছাড়া আসাম কংগ্রেসও একা লড়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে, মেঘালয়ে তৃণমূলের পাঁচজন বিধায়ক আছেন। সেখানে একটি লোকসভা আসনে প্রার্থী দেওয়া যায় কি না তা নিয়ে চর্চা চলছে। মেঘালয়ের দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতা মানস ভুঁইয়া বলেন, ‘মেঘালয়ের সামগ্রিক বিষয়টি পর্যলোচনার মধ্যে রয়েছে, যথাসময়ে জানানো হবে।’ সূত্রের খবর, তুরা লোকসভা আসনে লড়াই করবে তৃণমূল।
প্রসঙ্গত, বৃহস্পতিবার নারীদিবসের সভা থেকে তৃণমূল নেত্রী বলেন, ‘আমরা আসামের ২ টি আসনে লড়াই করব। সেসব নিয়ে আলোচনা চলছে।’ গতকালের সভা শেষে তিনি এ নিয়ে রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেবের সঙ্গে কথা বলেন। এর পর দুই রাজ্যের জন্য নির্বাচন কমিটি ঘোষণা করা হয় তৃণমূলের তরফে। ইতিমধ্যেই দুই রাজ্যের প্রদেশ নেতৃত্বে নির্বাচন কমিটি গঠন করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। আসামের ১০ জনের নির্বাচন কমিটির চেয়ারম্যান রিপুন বোরা। রয়েছেন সুস্মিতা দেব, অরূপজ্যোতি ভুঁইঞা, রেখা বরগোঁহাই, তড়িৎ চট্টোপাধ্যায়রা। মেঘালয়ের কমিটিতে রয়েছেন চার্লস পাইনরোপ, মুকুল সাংমা-সহ ৯ জন।