পেশায় ইতিহাসের অধ্যাপিকা তিনি। ২০২১ সালে তৃণমূলের মুখপত্রে ‘নারী আন্দোলন ও মমতা বন্দ্যোপাধ্যায়’ শীর্ষক একটি কলাম লিখে খবরের শিরোনামে ইঠে এসেছিলেন। এবারের
লোকসভা ভোটে তৃণমূলের টিকিটে যাদবপুর থেলে প্রার্থী হতে পারেন সেই অজন্তা বিশ্বাস। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সিপিএমের বৈরিতা যখন তুঙ্গে, সেই সময় সিপিএমের রাজ্য সম্পাদক ছিলেন প্রয়াত নেতা অনিল বিশ্বাস। শোনা যাচ্ছে, এবার যাদবপুরে নাকি তৃণমূলের তুরুপের তাস হতে চলেছেন সেই অনিল-তনয়াই।
সূত্রের দাবি, অজন্তা বিশ্বাসের সঙ্গে সরাসরি যোগাযোগ রয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই কেন্দ্রের প্রার্থী হিসেবে সুগত বসুর নাম নিয়েও চর্চা ছিল। কিন্তু শেষ মুহূর্তে সুগত বসুকে ছাপিয়ে গিয়েছে অজন্তার নাম। গত বছর এই কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে জয়ী হয়েছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। কিন্তু এবার তিনি প্রকাশ্যে রাজনীতি ছাড়ার কথা ঘোষণা করেছেন। এই পরিস্থিতিতে অজন্তার নাম ভাসছে যাদবপুরের বাতাসে। যদিও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই।