ভোটযুদ্ধ মানে শুধুই প্রচার ময়দানে ঝাঁপানো নয়। ডিজিটাল মিডিয়ায় জনসংযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ হাতিয়ার। আর সেই ক্ষেত্রে বিজেপির মোকাবিলায় নতুন শক্তি নিয়ে ঝাঁপাচ্ছে বাংলার শাসকদল তৃণমূল। বিপক্ষকে কথার চালে মাত দিতে ‘ওয়ার টিম’ তৈরি করছে তারা। যার মূল কাজ, সোশ্যাল মিডিয়ায় বিজেপির কটাক্ষ, আক্রমণের পত্রপাঠ জবাব দেওয়া। মুখপাত্ররা ছাড়াও এই টিমে সাংসদ, বিধায়ক, কাউন্সিলার-সহ থাকবেন মোট ৪০ জন। এই মুহূর্তে তার ব্লুপ্রিন্ট তৈরি হচ্ছে বলে সূত্রের খবর।
প্রসঙ্গত, আগেই জেলা সংগঠনের সঙ্গে আলাদা বৈঠক চলাকালীন এই টিম তৈরির নির্দেশ দিয়েছিলেন দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষ করে বিজেপি আইটি সেলকে পালটা বাক্যবাণে কুপোকাত করতে এই উদ্যোগ। ঠিক হয়েছে, ৪০ জনের টিমে থাকবেন তৃণমূলের মুখপাত্র, সাংসদ, বিধায়ক, কাউন্সিলররা। প্রত্যেকের দায়িত্ব, বিরোধী রাজনৈতিক দলের সোশাল মিডিয়ায় চোখ রেখে দ্রুত পালটা জবাবের প্রস্তুতি রাখা।