লোকসভা নির্বাচনের আগে আরও একবার উসকে রাম-বাম আঁতাতের তত্ত্ব। বিগত ২০২১ সালে রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছিল সিপিএম। সেই আহ্বানে সাড়া দিয়ে কাতারে কাতারে মানুষ একত্রিত হয়েছিলেন গড়ের মাঠে। লাল পতাকার কর্মী সমর্থকদের ভিড় দেখে বিধানসভায় ভাল ফল করা নিয়ে বেশ আশাবাদী হয়ে পড়েছিলেন বাম কর্মী সমর্থকরা। তবে আশ্চর্যজনকভাবে, ভোটে সেই ভিড়ের প্রতিফলন দেখা যায়নি। অভিযোগ উঠেছিল বিজেপিকে ভোট দিচ্ছে সিপিএম।
প্রসঙ্গত, ২০২১ সালের বিধানসভায় সিপিএম একা লড়েনি। নতুন তৈরি হওয়া দল আইএসএফ এবং কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে সংযুক্ত মোর্চা নাম দিয়ে লড়েছিল। কিন্তু তাতে ভোট বাড়া তো দূর, কার্যত শূন্য হয়ে যায় বামেরা। জোটের হয়ে একটি মাত্র আসন পেয়েছিল আইএসএফ। আসন্ন লোকসভা নির্বাচনের আগেও ফের রাম-বাম তত্ত্ব নিয়ে আলোচনা শুরু হয়ছে। জনৈতিক মহলের দাবি, বামের ভোট রামে না মিশলে বিজেপিকে খুঁজে পাওয়া দুষ্কর।