কংগ্রেস সূত্রের খবর, ভারত জোড়ো যাত্রা এবং ভারত জোড়ো ন্যায় যাত্রার অভিজ্ঞতা থেকে রাহুল গান্ধীর মনে হয়েছে বেকারত্ব দেশের সবচেয়ে বড় বিপদ যুব সমাজের কাছে। গত মঙ্গলবারও মধ্যপ্রদেশের সভায় তিনি প্রধানমন্ত্রীর সমালোচনা করে বলেন, মোদীজি সবাইকে জয় শ্রীরাম স্লোগানে বুঁদ করে রাখতে চান। ভুলিয়ে দিতে চান বেকারির সমস্যা, যন্ত্রণা। আর তাই দেশের যুব সম্প্রদায়ের জন্য এবার ইস্তেহার প্রকাশ করলেন সোনিয়া-পুত্র।
যেখানে একটি বার্ষিক চাকরির প্যাকেজের কথা বলা হয়েছে। ২৫ বছর বয়সি ডিপ্লোমা হোল্ডারদের জন্য ১ লাখ টাকার চাকরির প্যাকেজ দেওয়া হবে। সরকারি ক্ষেত্রে ৩০ লাখ চাকরির পদ পূরণ করা হবে। যুব রোশনি নামে একটি প্রকল্প আনা হবে, যেখানে ৪০ বছর বয়সের নীচে যারা তাদের জন্য স্টার্ট আপের ব্যবস্থা করা থাকবে। রাহুল জানিয়েছেন, দেশে ৩০ লাখ সরকারি চাকরির পদ শূন্য রয়েছে। মোদীজি এই শূন্যপদগুলি পূরণ করতে চাইছেন না। বিজেপি এটা চাইছেন না। কিন্তু ক্ষমতায় চলে আসার পরে আমাদের প্রথম কাজ হবে এই পদগুলি সবার আগে পূরণ করুন।
