কোথায় গেল ২৫ কোটি টাকা? বিজেপি প্রার্থী তথা বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকারের উদ্দেশ্যে জনসভা থেকে সমাজমাধ্যমে এই প্রশ্ন ছুড়ছেন বাঁকুড়ার তৃণমূল নেতৃত্ব। কিছুদিন আগে ইনস্টাগ্রামে সুভাষের ছবি দিয়ে কোথায় সাংসদের এলাকা উন্নয়নের তহবিলের ২৫ কোটি টাকা গেল, সেই প্রশ্ন তোলেন তৃণমূলের রাজ্য নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।
মেজিয়ার বাগানগড়ায় দলীয় সভায় তৃণমূলের বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি অরূপ চক্রবর্তী কটাক্ষ করেন, ‘পি সি সরকার ট্রেন উধাও করেছিলেন। সুভাষ সরকার তাঁর সাংসদ তহবিলের ২৫ কোটি টাকা গায়েব করেছেন। দু’জনেই জাদুকর!’
প্রচারে নেমে বাঁকুড়া জেলা স্কুলে যান সুভাষ। ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেন। শিক্ষকদের কাছে স্কুলের সমস্যা নিয়ে খোঁজ নেন। তৃণমূল নেতা অরূপের কটাক্ষ, ‘শিক্ষা প্রতিমন্ত্রী হয়ে তাঁর এত বছরে জেলা স্কুলে যাওয়ার সময় হল না। নির্বাচনের আগে নাটক হচ্ছে!’