কার্যত দোরগোড়ায় লোকসভা নির্বাচন। তবুও দুশ্চিন্তার অন্ত নেই পদ্মশিবিরের। ক্ষোভের মুখে বিজেপি সাংসদ এস এস আহলুওয়ালিয়া। খোদ দলের লোক তাঁকে কাঠগড়ায় তুলেছে সংগঠনে ভরাডুবির জন্য। বিরোধীদের কাছে তিনি পরিযায়ী। কয়েকদিন আগেও বর্ধমান শহরে তাঁকে নিয়ে পোস্টার দেখা গিয়েছিল। প্রথম তালিকায় নাম নেই, তারপরও বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী হওয়ার আশা ছাড়ছেন না আহলুওয়ালিয়া। তিনি অবশ্য বলছেন, গত নির্বাচনে সবার শেষে তাঁর নাম ঘোষণা হয়েছিল। এবার এখনও সময় আছে বলে আশাবাদী তিনি।
আহলুওয়ালিয়া বলছেন, প্রার্থী ঠিক করার জন্য কেন্দ্রীয় কমিটি রয়েছে। কে, কোথায় প্রার্থী হবে তা কমিটি ঠিক করবে। গেরুয়াশিবিরের অন্দরের খবর, বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী নিয়ে দলের অন্দরে টানাপোড়েন শুরু হয়েছে। দলের একাংশ নতুন মুখ চাইছে। তাঁদের বক্তব্য, সাংসদ এলাকায় সময় দেননি। বিধানসভা নির্বাচনের ফল বেরনোর পর তাঁকে দেখা যায়নি। সাংসদ সাহায্যের হাত বাড়িয়ে দেননি। অনেকে ফোন করেও পাননি। নানান অভিযোগের জেরে তাঁর টিকিট ঘিরে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ইতিমধ্যেই এ নিয়ে মাথাব্যথা চরমে গেরুয়া-নেতৃত্বের।
