কৃষক আন্দোলনের পারদ চড়তেই শিকারি চিতার মত ঝাঁপিয়ে পড়ল বিজেপি সরকার। বিজেপি শাসিত রাজ্যগুলিতে গ্রেফতার করা হল আন্দোলনে যোগ দেওয়ার জন্য রওনা দেওয়া কৃষকদের। এমনকি শতাধিক কৃষকনেতার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্লক করা হল কেন্দ্রের তরফে।
সারাদেশের কৃষকদের নিয়ে সংগঠিত করতে চলা আন্দোলন এর ফলে দুই বা তিনদিন পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল কৃষক আন্দোলনের সংগঠনগুলি। যদিও ইতিমধ্যেই বুধবারের আগে বাড়িয়ে দেওয়া হয় রাজধানীর নিরাপত্তা। হরিয়ানা-দিল্লি সীমানা দিয়ে যান চলাচলে বিঘ্ন ঘটবে, এমনটাও জানিয়ে দেওয়া হয়।
বুধবার সকাল থেকে দিল্লির দিকে পুরো শক্তি নিয়ে এগিয়ে যাওয়ার ঘোষণা করেছিল কৃষকদের দুটি অরাজনৈতিক সংগঠন। সেই সঙ্গে বিহার, রাজস্থান থেকে দক্ষিণ ভারতের কেরালা, তামিলনাড়ু থেকেও কৃষকদের সেই আন্দোলনে যোগ দেওয়ার কথা ছিল। বুধবার সকালে রাজস্থানের কোটা, বুঁদি এলাকা থেকে রওনা দেওয়া কৃষকদের দলকে সোয়াই মাধোপুরে আটকে দেয় রাজস্থান পুলিশ। দক্ষিণের রাজ্যগুলি থেকে রওনা দেওয়া কৃষকদরে সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তাঁরা আদৌ ট্রেনে উঠতে পারলেন কী না, সন্দেহে হরিয়ানার আন্দোলনে নামা কৃষকনেতারা। সেই সঙ্গে বিহারের দিক থেকে আসা কৃষকদরেও আটক দেওয়া হয়।