ছাত্র-ছাত্রীদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা সবুজ সাথী প্রকল্পের সাইকেল নিয়ে বিজেপি মুখে সমালোচনা বা বিরোধিতা করলেও বিজেপি কর্মী সমর্থকরা অনেক ক্ষেত্রেই মুখ্যমন্ত্রীর দেওয়া সেই সবুজ সাথী সাইকেলই ব্যবহার করছেন। গ্রামে গঞ্জে ঘুরলেই বিজেপির মিছিলে সবুজ সাথীর দেখা মিলছে। এবার বালুরঘাটে খোদ রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের সমর্থনে করা সাইকেল র্যালিতে সবুজসাথী প্রকল্পের সাইকেল নিয়ে যোগ দিলেন পদ্ম কর্মীরা!
প্রসঙ্গত, মুখে বিরোধিতা করলেও গোপনে রাজ্য সরকারের নানা প্রকল্পের সুবিধা নিয়েছে বিজেপি নেতা-কর্মীরা। দুয়ারে সরকার শিবিরে লাইন দিয়ে চুপি চুপি ফর্ম পূরণ করে জমা দিয়েছেন। এমন অনেকের নামই আগে সামনে এসেছিল। স্বাস্থ্যসাথী থেকে লক্ষ্মীর ভাণ্ডার, সবুজ সাথী থেকে কন্যাশ্রী—একাধিক সরকারি প্রকল্প নিয়ে খোদ বিজেপি নেতা-কর্মীরা। আবার নিজে নেননি কিন্তু পরিবারের লোকজন নিয়েছে এমন নজিরও আছে। এবার আবার তা প্রকাশ্যে দেখা গেল। তাও বিজেপির রাজ্য সভাপতির মিছিলে সবুজ সাথীর সাইকেল নিয়ে র্যালি।
এই ঘটনার ছবি তুলে অনেকেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছেন। যা নিয়ে অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির। এদিকে, এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করেনি তৃণমূলও। জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি সুভাষ চাকী বলেন, ‘যারা রাজ্য সরকারের প্রকল্পের বিরোধিতা করেন তারাই আজ সেই প্রকল্পকে ব্যবহার করছেন। এটা সত্যিই অভাবনীয়। পড়ুয়াদের জন্য দেওয়া সবুজসাথী সাইকেল এখন বিজেপি কর্মীরা নির্বাচনী প্রচারে ব্যবহার করছেন। এটা নিন্দনীয় ঘটনা।’