মঙ্গলবার হাই কোর্টে গিয়ে জিপিও মারফত দেশের রাষ্ট্রপতিকে বিচারপতি পদ থেকে তাঁর ইস্তফাপত্র পাঠিয়েছিলেন। অবশেষে বৃহস্পতিবার সমস্ত জল্পনাকে সত্যি করে বিজেপিতে যোগ দিলেন তিনি। আর তারপরই অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ‘খোঁচা’ দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জুড়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও।
নিজের এক্স হ্যান্ডলে দু’টি ছবি পোস্ট করেছেন অভিষেক। তার একটি নারদকাণ্ডে শুভেন্দু অধিকারীর ছবি। দ্বিতীয়টি সেই শুভেন্দুই অভিজিতের গলায় গেরুয়া উত্তরীয় পরিয়ে দিচ্ছেন। ক্যাপশনে অভিষেক লিখেছেন, ‘১৮০ ডিগ্রি ঘুরে যাওয়া প্রসঙ্গে: সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া থেকে সিবিআইয়ের এফআইআরে নাম থাকা এক জনের হাত ধরে যোগ দিলেন।’ অভিষেক এ-ও লিখেছেন, ‘এই ছবি আরও এক বার দেখিয়ে দিল বিচার ব্যবস্থার একাংশের সঙ্গে বিজেপির কী সমীকরণ। যা বাংলার স্বার্থ বিরোধী।’
