২০২০ সালের দেশ জোড়া কৃষক আন্দোলনের কথা এখনও ভোলেনি দেশবাসী। যার সামনে রীতিমতো মাথা নত করতে হয়েছিল মোদী সরকারকে। লোকসভা নির্বাচনের মুখে সেই স্মৃতি উসকে ফের আন্দোলনে নেমেছেন ‘অন্নদাতা’রা। শুরু করেছেন ‘দিল্লি চলো’ অভিযান। এবার কৃষকদের হয়ে ময়দানে নামলেন বলিউডের প্রবীণ অভিনেতা নানা পাটেকর। বিজেপি সরকারের বিরোধিতা করে রীতিমতো কৃষকদের সঙ্গে পা মেলালেন তিনি। তাঁদের হয়ে সুর চড়ালেন।
নানা বলেন, ‘কৃষকরা নির্দ্বিধায় তাঁরা তাঁদের সিদ্ধান্ত নিতে পারেন। এখন সময় এসেছে কৃষকদের রুখে দাঁড়ানোর। এবার তাঁদেরই নির্ধারণ করা উচিত যে, তাঁরা দেশে কোন সরকার আনতে চান। তাঁর মতে, ‘আগে দেশে ৮০-৯০ শতাংশ কৃষক ছিল, এখন ৫০ শতাংশ কৃষক। কিন্তু আমি রাজনীতিতে যেতে পারব না কারণ আমি বরাবরই স্পষ্টবাদী। আমার পেটে যা আছে তাই মুখে আনতে পছন্দ করি। কোনও বিস্ফোরক কথা যদি আমি বলে ফেলি, তাহলে আমি যে দলেই যাই না কেন, সেখান থেকে আমাকে বহিষ্কার করবে। আর আমার দল বদলের সঙ্গে এক মাসের মধ্যে সব দল শেষ হয়ে যাবে।’
নানার বক্তব্য, ‘এখন আমি কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই বলেই, সবার সামনে আমাদের কৃষক ভাইদের নিয়ে আমার হৃদয় থেকে কথা বলতে পারছি। যাঁরা আমাদের প্রতিদিন খাবার দেয় তাঁদের কথা যদি কেউ না রাখে, তাহলে সরকার বদলানো অবশ্যই দরকার।’ এখানেই না থেমে প্রবীণ অভিনেতা আরও বলেন, ‘আমি পরের জন্মে কৃষক হয়ে জন্ম নিতে চাই, কিন্তু এখন কৃষকরা কখনও বলবে না যে তারা আবার কৃষক হয়ে জন্মাতে চায়। দেখুন আমরা জানোয়ারদের ভাষা বুঝতে পারি, কিন্তু সময়মতো কৃষকদের ভাষায় কথা বলতে পারি না।’