রাজ্যের চাকরিপ্রার্থী যুবক-যুবতীদের জন্য সুখবর! রাজ্য পুলিশের এসআই এবং কনস্টেবল পদে মোট ১০ হাজার ৭১৯ জনকে নিয়োগ করা হবে। এর মধ্যে ৪৬৪ এসআই এবং ১০ হাজার ২৫৫ কনস্টেবল পদ রয়েছে। পুরুষ কনস্টেবল পদে ৭২২৮ জন এবং ৩০২৭ টি পদে মহিলা কনস্টবেল নেওয়া হবে। মঙ্গলবার এই মর্মে জোড়া নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে।
আগামী ৭ মার্চ থেকে শুরু হবে সংশ্লিষ্ট নিয়োগের আবেদনের প্রক্রিয়া। প্রার্থীরা ৫ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন। রাজ্য পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটের রিক্রুটমেন্ট বিভাগে গেলেই নোটিসটি দেখা যাবে। দুটি পদের জন্যই বয়সের উর্দ্ধসীমা বাড়ানো হয়েছে। ১৮ থেকে ৩০ বছরের মধ্যে যুবক-যুবতীরা কনস্টেবল পদে মাধ্যমিক পাশ করলেই আবেদন করতে পারবেন। একইসঙ্গে তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি বিভাগের প্রার্থীরা বয়সের ছাড়ের সুযোগ পাবেন।
গত ফেব্রুয়ারি মাসেও রাজ্য পুলিশে এসআই পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছিল। প্রকাশিত সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন করে ৫২৯টি এসআই পদ তৈরি করা হয়েছে। রাজ্যের ১২৭টি থানা, ৩৫টি সাইবার ক্রাইম থানা এবং ৪০টি বড় থানায় এই নতুন এসআইদের নিয়োগ করা হবে।