বারাসতে মোদির সভার আগেই কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে পোস্টার পড়ল উত্তর ২৪ পরগনার বনগাঁর বিভিন্ন এলাকায়।
কোথাও শান্তনুকে ‘তোলাবাজ’ বলে কটাক্ষ করে তাঁকে একটি ভোটও না দেওয়ার আর্জি করা হয়েছে। কোথাও আবার প্রশ্ন তোলা হয়েছে যে, পাঁচ বছরে ঠিক কী করেছেন তিনি, তা নিয়ে। যা নিয়ে শোরগোল এলাকায়।
বিজেপির দাবি, শান্তনু ঠাকুরকে পুনরায় প্রার্থী করায় ভয় পেয়েছে শাসকদল। সেই কারণেই তাঁরা ভয়ে একাজ করেছে। যদিও শাসকদলের দাবি, তাঁদের সঙ্গে এই ঘটনার কোনও যোগ নেই।