বঙ্গ রাজনীতিতে শুরু নতুন জল্পনা। সামনেই লোকসভা নির্বাচন। ইতিমধ্যেই ভোট-আবহে সরগরম রাজনৈতিক আবহ। এমতাবস্থায় আজ নবান্নে দেখা গেল প্রাক্তন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়কে। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতেই নবান্নে পৌঁছেছেন তিনি। যদিও কেন আচমকা নবান্নে গেলেন সৌরভ, তা জানা যায়নি। ইতিমধ্যেই দেশজুড়ে প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে বিজেপি। বাংলাতেও একের পর এক চমকে দেওয়া নামকে দলে নিচ্ছে গেরুয়া শিবির। অন্যদিকে পিছিয়ে নেই তৃণমূলও। বাংলার ৪২টি আসনে প্রার্থী নির্বাচন নিয়ে চলছে জোর চর্চা। এহেন পরিস্থিতিতে বুধবার বিকেলে আচমকাই নবান্নে পৌঁছে যান সৌরভ গঙ্গোপাধ্যায়। বিকেল পাঁচটা নাগাদ রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক ভবনে যান ‘মহারাজ’।
পাশাপাশি, সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক। প্রায় আধঘণ্টা তাঁদের মধ্যে কথা হয়। সাড়ে পাঁচটা নাগাদ নবান্ন ছেড়ে চলেও যান তিনি। নির্বাচনের আবহেই আধ ঘণ্টার বৈঠক। কী আলোচনা হল দুজনের মধ্যে সেই নিয়ে অবশ্য় বিস্তারিত কিছু জানা যায়নি। দিন কয়েক আগে জনপ্রিয় রিয়্যালিটি শো দিদি নম্বর ওয়ানের মঞ্চে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রীকে। তাহলে কি এবার সৌরভ সঞ্চালিত দাদাগিরিতে অংশ নেবেন মমতা? উঠছে প্রশ্ন। উল্লেখ্য, ২০১৯ লোকসভা নির্বাচনের আগে গুঞ্জন শুরু হয় যে, বিজেপিতে যোগ দিচ্ছেন প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট। তার পরে অবশ্য একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক মঞ্চে দেখা গিয়েছে সৌরভকে। এবার কি তবে তৃণমূলের টিকিটে লোকসভা নির্বাচনে লড়বেন তিনি? জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।