ভারত জোড়ো ন্যায় যাত্রা উপলক্ষে বর্তমানে মধ্যপ্রদেশে রয়েছেন ওয়ানড়ের সাংসদ। মঙ্গলবার সেখানে রাহুলকে ‘অভ্যর্থনা’ জানানো হল ‘জয় শ্রীরাম’ স্লোগানে। পাশাপাশি বিজেপির পতাকাধারীদের তরফে রাহুলের হাতে তুলে দেওয়া হয় আলু। ভালোবেসে তা গ্রহণ করে বিক্ষোভকারীদের উদ্দেশে ‘ফ্লাইং কিস’ ছুড়তে দেখা গেল রাহুলকে।
বর্তমানে ন্যায় যাত্রায় শাজাপুরে রয়েছেন রাহুল। সেখানকারই একটি ভিডিও এদিন সোশাল মিডিয়ায় ভাইরাল হয়। যেখানে দেখা যাচ্ছে, রাস্তা দিয়ে যাওয়ার সময় রাহুলের গাড়ি লক্ষ্য করে ‘জয় শ্রীরাম’ ও ‘মোদী, মোদী’ স্লোগান দিচ্ছেন বিজেপি সমর্থকরা। তাঁদের হাতে দেখা যায় বিজেপির পতাকাও।
বিষয়টি নজরে পড়ার সঙ্গে সঙ্গেই গাড়ি থামান রাহুল গান্ধী। বিক্ষোভকারীদের চমকে দিয়ে এগিয়ে যান ভিড়ের দিকে। তাঁদের সামনে যেতেই রাহুলের হাতে বেশ কিছু আলু তুলে দেন গেরুয়া সমর্থকরা। তাঁকে বলা হয়, এগুলি নিয়ে তাঁদের সোনা দিতে।
এরপর ভিডিওতে দেখা যাচ্ছে, বিক্ষোভকারীদের হাত থেকে আলু নিয়ে গাড়িতে ফেরেন রাহুল এবং গাড়ি থেকেই হাসিমুখে তাঁদের উদ্দেশে ছুড়ে দেন ফ্লাইং কিস। রাহুলের এমন অভিনব আচরণে মুহূর্তে বদলে যায় বিরোধীদের অভিব্যক্তি। ততক্ষণে ‘মোদী মোদী’ স্লোগান বদলে হয়েছে ‘রাহুল রাহুল’-এ।