লোকসভা নির্বাচনের প্রাকলগ্নে ফের বড়সড় ধাক্কা খেল পদ্মশিবির। প্রসঙ্গত, বাংলায় ভোটার তালিকায় ১৭ লক্ষ ভুয়ো ভোটারের নাম ছিল বলে বিজেপির প্রতিনিধিরা ইলেকশন কমিশনের কাছে অভিযোগ জানান। দিন কয়েক আগেই কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে দেখাও করে পদ্মশিবির। মঙ্গলবার মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার সেই অভিযোগ নস্যাৎ করে দিয়েছেন। তিনি স্পষ্ট করে জানান, ভোটার তালিকা তৈরির কাজ স্বচ্ছতার সঙ্গে চলেছে এবং আপলোড করা হয়েছে প্রতিটি ফর্মের (৬,৭ এবং ৮ নম্বর) নথি।
পাশাপাশি, তিনি এদিন বলেন, “যাবতীয় পদ্ধতি মেনে এবং রাজনৈতিক দলগুলির জ্ঞাতসারেই স্বচ্ছভাবে ভোটার তালিকা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে। হিংসামুক্ত নির্বাচন নিশ্চিত করতে হবে। এখানে ভয়মুক্ত হয়ে যাতে প্রত্যেক নাগরিকই উৎসবের মেজাজে ভোট দিতে পারে। প্রত্যেকটি রাজনৈতিক দলই আমাদের জানিয়েছে, তাঁরা অবাধ শান্তিপূর্ণ ও হিংসামুক্ত নির্বাচন করতে বদ্ধপরিকর। আমলাতন্ত্র রক্ষার ক্ষেত্রে এখানে পক্ষপাতিত্ব করা হয়। এটা আমাদের অধিকাংশ রাজনৈতিক দলই বলেছে। কিছু রাজনৈতিক দল দাবি জানিয়েছে, যাতে নির্বাচন এক দফায় করা যায়।” আধার কার্ড যদি বাতিল হয়ে যায়, তাতে ভোটে যাতে কোনও প্রভাব না পড়ে, ভোটিং মেশিনের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিও উঠেছে বলে জানিয়েছেন রাজীব কুমার।