সম্প্রতি দিদি নম্বর ১-এর সানডে স্পেশাল এপিসোডে বিশেষ অতিথি হয়ে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কিছুদিন আগে ‘দিদি’র সঙ্গে দেখা করতে নবান্নতে গিয়েছিলেন তিনি। আর সেই থেকেই জল্পনা শুরু হয়েছিল লোকসভা ভোটে তৃণমূলের টিকিটে প্রার্থী হতে পারেন রচনা বন্দ্যোপাধ্যায়। এবার সেই জল্পনাতেই সিলমোহর পড়তে চলেছে। সূত্রের খবর, পূর্ব মেদিনীপুরের কাঁথি বা তমলুক থেকে প্রার্থী হতে পারেন টলিউড অভিনেত্রী।
রচনার আসন নিয়ে বেশ বড়সড় পরিকল্পনাই রয়েছে রাজ্যের শাসক দলের। তৃণমূল সূত্রে খবর, প্রাথমিকভাবে ঠিক করা হয়েছিল, তমলুক কেন্দ্র থেকে জীবনে প্রথম ভোটে দাঁড়াবেন রচনা। তবে খবর আসতে থাকে, পদ ছাড়ার পর বিজেপির টিকিটে তমলুক কেন্দ্র থেকে ভোটে লড়তে পারেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর তারপরেই রচনারকেন্দ্র বদলের সিদ্ধান্ত নেওয়া। আপাতত খবর মিলছে, শিশির অধিকারীর আসন কাঁথি থেকে টিকিট দেওয়া হবে রচনাকে। এই কেন্দ্র থেকে বিজেপির হয়ে দাঁড়াচ্ছেন সৌমেন্দু অধিকারী। আর এই আসনেই তৃণমূলের তারকা প্রার্থী হবেন রচনা।
