বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পদত্যাগ এবং রাজনীতিতে যোগ নিয়ে তোপ দাগলেন শিব সেনার (উদ্ধব ঠাকরে) রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত। তাঁর মতে, হাই কোর্ট বা সুপ্রিম কোর্টের কোনও বিচারপতি পদত্যাগের পর যদি রাজনীতিতে যোগ দেন তাহলে সেই রায় বা নির্দেশ নিয়ে সন্দেহ থেকে যায়।
সঞ্জয় রাউত বলছেন, হাই কোর্ট বা সুপ্রিম কোর্টের কোনও কর্মরত বিচারপতি যদি পদত্যাগ করে রাজনৈতিক দলে যোগ দেন, তাহলে বুঝতে হবে, তিনি কর্মরত অবস্থায় আদালতের রায় দিচ্ছিলেন না, দলেরই কাজ করছিলেন।
স্বাভাবিকভাবেই বঙ্গ রাজনীতির প্রেক্ষিতে তাঁর এহেন মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। বাংলার শাসক দল তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও একই ইস্যুতে সুর চড়িয়েছেন।
তাঁর দাবি, দীর্ঘদিন ধরে উনি যে মামলার বিচার করছেন, তা নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে এবং উদ্দেশ্যপ্রণোদিত। কল্যাণ বলছেন, ‘আমি প্রথম থেকে বলেছি বিচারপতি গঙ্গোপাধ্যায় রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে বিচার করছেন। আজ সেটাই প্রমাণ হয়ে গেল। এর আগে শুভেন্দু-রাজীবরা যখন বিজেপিতে যায়, আমি আট মাস আগে বলে দিয়েছিলাম’।