প্রায় ২৩ বছর ধরে ঘাসফুল শিবিরের একনিষ্ঠ সদস্য তিনি। বেশ কয়েকবারের বিধায়কও। কিন্তু আচমকাই দলের ওপর ‘অভিমান’ করে তৃণমূল ছেড়েছেন তাপস রায়। কিন্তু সেই অভিমান যুক্তিযুক্ত নয় বলেই মত তৃণমূলের। বরং ‘বড় কোনও ডিলের অফারেই রাতারাতি আদর্শ বদল’ করেছেন তাপস, এমনটাই দাবি তৃণমূলের অন্যতম মুখপাত্র শান্তনু সেনের।
সোমবার বিধানসভার স্পিকারের সঙ্গে দেখা করে পদত্যাগের কথা জানান তাপস। এর পরই দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। এ প্রসঙ্গে শান্তনু সেনের প্রশ্ন, ‘তাপস রায় বলছেন, উনি দলের কাছে সম্মান পান না। কিন্তু প্রশ্ন হল, এটা কি লোকসভা ভোটের সূচি ঘোষণার ১৫ দিন আগে ওঁর মনে হল?’ এর পরই তৃণমূলত্যাগী প্রাক্তন বিধায়কের দলবদলের ইতিহাস টেনে খোঁচা দেন শান্তনু। সঙ্গে মনে করিয়ে দেন, তৃণমূল তাঁকে কী কী পদ ও সম্মান দিয়েছিল।
উল্লেখ্য, তাপস ছিলেন কংগ্রেস সদস্য। সেই সময় কলকাতা উত্তর পূর্ব কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী অজিত পাঁজার বিরুদ্ধে লড়াই করেছিলেন। পরে তৃণমূল যোগ দেন তাপস রায়। এর পর ঘাসফুল শিবির তাঁকে মন্ত্রী, বিধায়ক করেছে। মুখ্য সচেতক পদের দায়িত্বও তিনি সামলেছেন। এর পরই হঠাৎ ভিন্ন আদর্শের একটি দলে তিনি যোগ দিচ্ছেন বলেই জল্পনা, জানিয়েছেন শান্তনু সেন। এর পরই তাঁর দাবি, ‘বড় কোনও ডিলের অফারেই রাতারাতি আদর্শ বদল।’