বহু লেখাপড়া করে, ডিগ্রি নিয়েও অমিল চাকরি। হতাশায় আত্মঘাতী উত্তরপ্রদেশের যুবক। মৃতদেহের পাশ থেকে উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোটও।
পুলিশের তরফে জানা গিয়েছে, ব্রিজেশ পাল নামের বছর চব্বিশের ওই যুবক উত্তরপ্রদেশের কনৌজের বাসিন্দা ছিলেন। সম্প্রতি পুলিশে নিয়োগের পরীক্ষায় বসেছিলেন তিনি। এর আগেও একাধিক চাকরির পরীক্ষা দিয়েছেন। কিন্তু নিট ফল সেই শূন্য। চাকরি না পাওয়ায় ক্রমেই হতাশা গ্রাস করছিল তাঁকে। তার পরই জীবনের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেন। পরিবারের দাবি, নিজের বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন ওই যুবক।
ঘটনাস্থল থেকে সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। যেখানে চাকরি না পাওয়ার হতাশাকেই তুলে ধরেছেন ব্রিজেশ। তিনি লিখে গিয়েছেন, ‘এত ডিগ্রি নিয়ে কী হবে, যেখানে চাকরিই পাওয়া যায় না! পড়ে পড়েই অর্ধেক জীবন কেটে গেল’। নিজের সমস্ত ডিগ্রির শংসাপত্রও জ্বালিয়ে ফেলেন ব্রিজেশ। পুলিশ জানিয়েছে, নিজের মৃত্যুর জন্য কাউকে দায়ি না করলেও তাঁর সুইসাইড নোট থেকেই স্পষ্ট যে চাকরি না পাওয়ায় হতাশায় ভুগছিলেন তিনি। মৃতদেহ উদ্ধার করে ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।