২০০২ সালে সবরমতী এক্সপ্রেসে আগুন লাগিয়ে দেওয়ার পর থেকেই ব্যাপক সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয় গোটা গুজরাত জুড়ে। আর সেই সময়েই গণধর্ষণ করা হয় ২১ বছর বয়সি তরুণী বিলকিস বানোকে। ২০২২ সালের ১৫ অগস্ট, স্বাধীনতা দিবসে সেই গণধর্ষণ কাণ্ডের ১১ জন দোষীকে জেল থেকে মুক্তি দিয়েছিল গুজরাতের বিজেপি সরকার। তবে সদ্যই সুপ্রিম কোর্টের নির্দেশে পুনরায় জেলে ফিরতে হয়েছে তাঁদের। তবে এরই মধ্যে ১০ দিনের জন্য প্যারোলে মুক্তি পেলেন বিলকিস বানো মামলার অপরাধী রমেশ চন্দনা। ভাগ্নের বিয়েতে যোগ দেওয়ার জন্য ৫ মার্চ থেকে ১০ দিনের তাঁর প্যারোল মঞ্জুর করেছে গুজরাত হাইকোর্ট।
প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের আদেশের পর গত ২১ জানুয়ারি পঞ্চমহল জেলায় গোধরা সাব-জেলে গিয়ে ধরা দিয়েছিলেন গুজরাত হিংসায় খুন এবং গণধর্ষণকাণ্ডের অপরাধীরা। গত সপ্তাহে প্যারোলের জন্য হাই কোর্টের দ্বারস্থ হন রমেশ। তাঁর সেই আবেদন মঞ্জুর হয় শুক্রবার। বিলকিস মামলায় রমেশ দ্বিতীয় অপরাধী, সুপ্রিম কোর্টের নির্দেশে আত্মসমর্পণের পরে যাঁর প্যারোল মঞ্জুর করা হয়েছে। এর আগে, সেই মামলার অন্য এক আসামি, প্রদীপ মোধিয়ার প্যারোলের আবেদন মঞ্জুর করেছিল গুজরাত হাই কোর্ট। ৭ থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত প্যারোলে মুক্তি পেয়েছিলেন প্রদীপ।