দুয়ারে কড়া নাড়ছে লোকসভা নির্বাচন। আর তার আগে আসন সমঝোতা নিয়ে একের পর এক রাজ্যে সমস্যা তৈরি হচ্ছিল। প্রথমেই অরবিন্দ কেজরিওয়াল জানিয়ে দিয়েছিলেন, পাঞ্জাবে একা লড়াই করবে তাঁর আম আদমি পার্টি। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও রাজ্যে ‘একলা চলো’ নীতি নিয়েছেন। উত্তরপ্রদেশে বেঁকে বসেছিল অখিলেশ যাদবের সমাজবাদী পার্টিও। আর এর ফলে হালে পানি পাচ্ছিল গেরুয়া শিবির। তবে এবার ফের গতি পেতে শুরু করেছে ইন্ডিয়া জোট। নানা রাজ্যে জোট নিয়ে জটিলতা কাটতে শুরু করেছে। ইতিমধ্যেই আসন বন্টন নিয়ে বেশ কয়েকটি রাজ্যে সমঝোতা চূড়ান্ত হয়ে গিয়েছে।
প্রসঙ্গত, সম্প্রতি কংগ্রেস ও আম আদমি পার্টি চণ্ডীগড় মেয়র নির্বাচনে ইন্ডিয়া ব্লকের প্রথম নির্বাচনী জয় এনে দিয়েছে। তারপর থেকেই জট কাটতে শুরু করেছে এবং গতি পাচ্ছে বিরোধীদের জোট। ইতিমধ্যেই কংগ্রেস ও সমাজবাদী পার্টির মধ্যে আসন নিয়ে সমঝোতা হয়ে গিয়েছে। দিল্লি, মহারাষ্ট্রেও জোট সম্পূর্ণ। গুজরাত, গোয়া এবং হরিয়ানার লোকসভা নির্বাচনের জন্য আসন ভাগাভাগির চুক্তি চূড়ান্ত বলে সূত্রের খবর। এখান থেকে এবার আশার আলো দেখতে শুরু করেছেন কংগ্রেস নেতারা। বাংলায় যখন মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, তাঁরা ৪২টি আসনেই একা লড়বে, তখন নতুন করে তৃণমূলের সঙ্গে জোটের রাস্তা খুলতে চাইছে কংগ্রেস। এখন দেখার বাংলায় কংগ্রেসের সঙ্গে তৃণমূলের সমঝোতা হয় কিনা।