ফের প্রশ্নের মুখে পড়ল ভারতীয় রেল। এবার রাজধানীগামী দুরন্ত এক্সপ্রেসে ছড়িয়ে পড়ল আগুন আতঙ্ক। আজ, শুক্রবার দুর্গাপুরের রাজবাঁধ স্টেশনের কাছে এই ঘটনা ঘটে। ট্রেনের যাত্রীরা জানিয়েছেন, হাওড়া থেকে নয়াদিল্লীর দিকে যাত্রা শুরু করেছিল ট্রেনটি। দুর্গাপুরের রাজবাঁধ স্টেশনের কাছে এলে ওই এক্সপ্রেস ট্রেনের চাকার নীচ থেকে আচমকাই ধোঁয়া বেরোতে দেখা যায়। যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তৎক্ষণাৎ ট্রেন থামিয়ে দেন চালক।
এরপর বিষয়টি খতিয়ে দেখতে রেলের আপাৎকালীন দলকে ডেকে পাঠান হয়। এরপর বেশ কিছুক্ষণের চেষ্টায় ট্রেনের নিচ থেকে বেরনো ধোঁয়া নিয়ন্ত্রণে আনেন সংশ্লিষ্ট দলের কর্মীরা। রেল সূত্রে জানা গেছে, ব্রেক বাইন্ডিংয়ের ত্রুটিতে গরম হয়ে ধোঁয়া বেরোতে শুরু করেছিল। তবে এই নিয়ে কোনও প্রতিক্রিয়া এখনও দেয়নি রেল কর্তৃপক্ষ। ট্রেনের এক যাত্রী জানিয়েছেন, কামরায় তাঁরা খাওয়া দাওয়া করছিলেন। আচমকা ট্রেন থামিয়ে দেওয়া হয়। পরে তাঁরা জানতে পারেন, ট্রেনের চাকার নিচ থেকে ধোঁয়া বেরতে দেখেছেন গার্ডম্যান। তখনই ভয় ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে।