ভিডিয়ো পোস্ট করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর স্বরূপ উন্মোচিত করতে চাইলেন তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই ভিডিয়োতে রয়েছে কবে কার সম্পর্কে শুভেন্দু কী মন্তব্য বা বিশেষণ ব্যবহার করেছিলেন। কী বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে। কী-ই বা বলেছিলেন আদিবাসী নেত্রী তথা রাজ্যের মন্ত্রী বিরবাহা হাঁসদা সম্পর্কে।
সেই ভিডিয়ো এক্সে পোস্ট করে অভিষেক লিখেছেন, ‘দু’মিনিটের এই ভিডিয়োটি দেখুন। সাক্ষী হোন, কী ভাবে বিজেপি বাংলার মধ্যে বিষ ঢুকিয়ে দিচ্ছে। অনেক আবেদনের পরেও কলকাতা হাই কোর্ট এই ব্যক্তিকে (শুভেন্দু) রক্ষাকবচ দিয়ে রেখেছে।’ পাশাপাশি প্রশ্ন তুলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক লিখেছেন, ‘কারা এই ধর্মান্ধতা, ঘৃণা ছড়াচ্ছে? কী এমন আছে, যে কারণে কলকাতা হাই কোর্ট তাঁকে (শুভেন্দুকে) রক্ষাকবচ দিতে বাধ্য হয়?’
সন্দেশখালিতে এক শিখ আইপিএস অফিসার যশপ্রীত সিংহের উদ্দেশে ‘খলিস্তানি’ মন্তব্য করার অভিযোগ উঠেছে শুভেন্দুর বিরুদ্ধে। এ নিয়ে গত ৭২ ঘণ্টা ধরে রাজ্য রাজনীতি সরগরম। অনেকের মতে, অভিষেক বোঝাতে চেয়েছেন, শুভেন্দুর মুখে ‘খলিস্তানি’ মন্তব্য কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। ধারাবাহিক ভাবেই তিনি বিভিন্ন মানুষ, সম্প্রদায় সম্পর্কে এ হেন মন্তব্য করে আসছেন। সম্প্রতি রাহুল গান্ধী সম্পর্কেও শুভেন্দুর একটি শব্দ নিয়ে রাজনৈতিক মহলে সমালোচনা হয়েছিল। যদিও শুভেন্দু মানতে চাননি সেটি অশ্লীল। তাঁর বক্তব্য ছিল, চালু বাংলায় বোকার প্রতিশব্দ হিসাবে সেই শব্দ ব্যবহৃত হয়। অভিষেকের টুইটে শুভেন্দুর কথার কোলাজে সেই অংশও জায়গা পেয়েছে।