২০১৯ সালে নির্বাচন কমিশনের লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণার পরেই বাংলায় এসেছিল কেন্দ্রীয় বাহিনী। কিন্তু সূত্রের খবর, এবার নির্বাচনের দিন ঘোষণার আগেই রাজ্যে আসতে পারে তারা।
সম্ভবত চলতি মাসের শেষের দিকেই। শুধু তাই নয়, সূত্রের খবর, সমস্ত স্পর্শকাতর, সংবেদনশীল বুথের তালিকাও চেয়েছে নির্বাচন কমিশন। ৪ মার্চ রাজ্যে আসছে কমিশনের ফুল বেঞ্চ। ৫ মার্চ তারা বৈঠক করবে সব রাজনৈতিক দল, পুলিশ-প্রশাসনের সঙ্গে। সূত্রের দাবি, স্পর্শকাতর ও সংবেদনশীল বুথের তালিকা হাতে নিয়েই বৈঠকে বসতে চাইছে তারা।
