‘এটা রাজনীতির খেলা, ভোটের খেলা’। আধার বিভ্রাটে ফের সরব মুখ্যমন্ত্রী। বললেন, ‘আমার আধারে বিশ্বাস করি না। আধার কার্ড নিয়ে যে জঘন্য চক্রান্ত হল, চক্রান্তটা আমরা রুখে দিলাম। কারণ, এটা বাংলা এটা বাংলা অন্য জায়গায় নয়। মাথায় রাখবেন’।
ঘটনাটি ঠিক কী? লোকসভা ভোটের আগে নয়া বিপত্তি। রাজ্যের বিভিন্ন জায়গায় বাতিল হয়ে যাচ্ছে আধার কার্ড! সমস্য়া মোকাবিলায় হোয়াটসঅ্যাপ নম্বর চালু করেছে রাজ্য সরকার। 9088885544। যাঁদের আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে, তাঁরা এই নম্বরে হোয়াটস অ্যাপ করে জানাতে পারবেন।
মুখ্য়মন্ত্রী বলেন, ‘এনআরসি করার প্ল্যান, ডিটেশন ক্যাম্প করার প্ল্যান। সমস্ত মতুয়াদের কাছ থেকে আধার কার্ড নিষ্ক্রিয় করে দেওয়া হচ্ছে। কোন অধিকারে? একটা লোক জানতে পারল না তাঁর কী অপরাধ! তাঁর মানে প্রথমে আমি কাটলাম, তার মানে সে বিদেশি হয়ে গেল। তারপর পাঁচ বছর বাদে তাঁকে শুনতে হবে বিদেশি, বিদেশি, বিদেশি। আমরা কার্ড দিয়ে দেব। এটা রাজনীতির খেলা, ভোটে খেলা। আমি ভোটের অংকে বিশ্বাস করি না। মানবিকতার অংকে বিশ্বাস করি, অধিকারের অংকে বিশ্বাস করি’।
এর আগে, সোমবার নবান্নে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘হয় এটাকে বন্ধ করবে, আর না হলে, গবীর মানুষদের যে অধিকার তারা পাচ্ছিলেন, সেই অধিকার থেকে তাঁরা যাতে বঞ্চিত না হন, আমরা একটা ওয়েব পোর্টাল চালু করছি। যেটা সরাসরি মুখ্যমন্ত্রীকে জানাবে। যাঁদের যাঁদের নাম কাটা হচ্ছে, তাঁদের আমরা একটা আলাদা কার্ড দেব’। এরপরই চালু হয় হোয়াটসঅ্যাপ নম্বর।