প্রায় দেড় মাস ধরে ফেরার সন্দেশখালির ‘বেতাজ বাদশা’ শেখ শাহজাহান। যা নিয়ে তোলপাড় রাজনৈতিক মহল। এই আবহে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিলেন, শেখ শাহজাহানকে গ্রেপ্তারের মূল বাধা আদালত। এক সংবাদমাধ্যমে তাঁর দাবি, আদালতই রাজ্য পুলিশের হাত, পা বেঁধে দিয়েছে। সম্প্রতি রাজ্য পুলিশের ডিজি প্রশ্ন তুলেছিলেন, ইডি কেন গ্রেপ্তার করছে না শাহজাহানকে? তিনি জানিয়েছিলেন, আদালতের কারণেই পুলিশ শাহজাহানকে ধরতে পারছে না। কারণ, ইডির সওয়ালেই আদালত রাজ্য পুলিশের এফআইআরে স্থগিতাদেশ জারি করেছে।
এবার এক ধাপ এগিয়ে অভিষেক জানালেন, রাজ্য পুলিশই শাহজাহানকে ধরতে পারে। এক সংবাদমাধ্যমে তাঁর আরও দাবি, ‘সারদাকর্তা সুদীপ্ত সেনকে কাশ্মীর থেকে গ্রেপ্তার করে এনেছিল এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধেও দল ব্যবস্থা নিয়েছে। তা হলে শাহজাহানকে গ্রেপ্তার না করার কী আছে?’
