দুরন্ত ফর্মে রয়েছেন ভারতের তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে বিশাখাপত্তনম টেস্টের পর রাজকোটেও দ্বিশতরান করেছেন। এখনও পর্যন্ত সিরিজের ছ’টি ইনিংসে করেছেন ৫৪৫ রান। এই পারফরম্যান্সের সুফল পেলেন তিনি। আইসিসির টেস্ট ক্রিকেটে ব্যাটারদের ক্রমতালিকায় জীবনের সেরা জায়গায় উঠে এসেছেন যশস্বী। পর পর দু’টি টেস্টে দ্বিশতরানের ইনিংসের সুবাদে এক লাফে ১৪ ধাপ এগিয়ে এসেছেন। টেস্ট ব্যাটারদের ক্রমতালিকায় তরুণ ওপেনার রয়েছেন ১৫ নম্বরে। ব্যাটারদের ক্রমতালিকায় এগিয়েছেন রাজকোটে প্রথম ইনিংসে শতরান পাওয়া রবীন্দ্র জাডেজাও। তিনি ১১২ রানের ইনিংসের সুবাদে ৪১ নম্বর থেকে ৩৪তম স্থানে উঠে এসেছেন। ৭ উইকেট নিয়ে টেস্ট বোলারদের ক্রমতালিকায় তিন ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে রয়েছেন জাডেজা। টেস্ট অলরাউন্ডারদের ক্রমতালিকায় শীর্ষ স্থান ধরে রেখেছেন তিনি। এ ক্ষেত্রে ক্রিকেটজীবনের সেরা ৪৬৯ রেটিং পয়েন্ট রয়েছে যশস্বীর ঝুলিতে।
পাশাপাশি। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে শতরান করে ব্যাটারদের ক্রমতালিকায় ১২ নম্বরে রয়েছেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। রাজকোটে ৯১ রান করা শুভমন গিলও তিন ধাপ এগিয়ে রয়েছেন ৩৫তম স্থানে। আইসিসির টেস্ট ব্যাটারদের ক্রমতালিকায় জায়গা করে নিয়েছেন তৃতীয় টেস্টে দুই অভিষেককারী সরফরাজ খান এবং ধ্রুব জুড়েলও। সরফরাজ রয়েছেন ক্রমতালিকায় ৭৫ নম্বরে। জুড়েল ১০০তম স্থানে রয়েছেন। আইসিসির টেস্ট বোলারদের ক্রমতালিকায় শীর্ষ স্থান ধরে রেখেছেন যশপ্রীত বুমরা। তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে চতুর্থ টেস্টে। দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাডাকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন অভিজ্ঞ অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন।
