মঙ্গলবার সন্দেশখালি যাওয়ার পথে ধামাখালিতে পুলিশি বাধার মুখে পড়েছিলেন শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পলরা। অভিযোগ, সেদিন পুলিশের সঙ্গে বচসার সময়ে ইনটালিজেন্স ব্রাঞ্চের স্পেশ্যাল সুপার জশপ্রীত সিংকে ‘খলিস্তানি’ বলে আক্রমণ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সেই প্রতিনিধি দল। বুধবারই ওই ঘটনার প্রতিবাদে ভিডিও পোস্ট করে সোশ্যাল সাইটে গর্জে উঠেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ভাষা দিবসের অনুষ্ঠান থেকেও এ নিয়ে সরব হলেন তিনি। মমতার বক্তব্য, ‘এবার তো মুসলিম অফিসারকে দেখে পাকিস্তানি বলে দেবেন!’
প্রসঙ্গত, মঙ্গলবার সকালে শুভেন্দুর নেতৃত্বে বিজেপির একটি প্রতিনিধি দল সন্দেশখালির উদ্দেশে রওনা দেয়। ধামাখালিতে বাধার মুখে পড়ে সেই দলের সদস্যরা পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। সেখানেই পুলিশের ব্যারিকেডের মাঝে ইনটালিজেন্স ব্রাঞ্চের স্পেশ্যাল সুপার জশপ্রীত সিংকে ‘খালিস্তানি’ বলা হয়েছে বলে অভিযোগ। গতকাল ভাষা দিবসের অনুষ্ঠান থেকে সেই প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, ‘একটা পাঞ্জাবি অফিসার কী অপরাধ করেছিলেন? তিনি ডিউটি করছিলেন। তিনি পাগড়ি পরেছিলেন বলে তাঁকে খালিস্তানি বলে দেবেন? কত মুসলিম অফিসার আছে, এবার তো মুসলিম অফিসারকে দেখে পাকিস্তানি বলে দেবেন।’ তাঁর সংযোজন, ‘আমাকে তো কতবার কত কিছু বলে ব্যঙ্গ করা হয়েছে। আমি নিজেরগুলোকে নিয়ে অতটা মাথা ঘামাই না। তবে দু’একজন হঠাৎ করে গজিয়ে উঠেছে। বাংলার সংস্কৃতি নষ্ট করার চেষ্টা করছে। বাংলাকে কলুষিত করার চেষ্টা করছে। এই জিনিস আমরা বরদাস্ত করব না। বাংলার মাথানত হতে দেব না। বাংলার অধিকার কীভাবে রক্ষা করতে হয়, আমরা জানি।’
