মুশকিল আসানের পথ বাতলে দিলেন সেই মমতা। আজ, বৃহস্পতিবার নবান্নে আদিবাসী বোর্ডগুলির সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে স্পষ্ট জানান, জেলা প্রশাসনের কেউ যদি দুর্ব্যবহার করেন, সমস্যার সমাধানে উদাসীনতা দেখান কিংবা অন্য কোনও সমস্যা হয়, সেক্ষেত্রে বোর্ডের সদস্যরা সরাসরি তাঁর কাছেই অভিযোগ জানান। তিনি রাজ্য প্রশাসনের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করবেন। তফসিলি জাতি-উপজাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণির উন্নয়ন বোর্ডগুলিতে বৃহস্পতিবার নবান্নে ডেকে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন শ্রেণির উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রী নিজে বেশ কয়েকটি পৃথক বোর্ড তৈরি করে দিয়েছেন। সেসব বোর্ডের কাজ কেমন চলছে, তা নিয়ে তিনি নিজেই বার বার খোঁজ নেন। এদিনও বোর্ডের বৈঠকে সমস্যা, দাবিদাওয়ার কথা জানতে চান তিনি।
এদিন মমতা বার বার উল্লেখ করেন, অফিসারদের জন্য সরকারের বদনাম যেন না হয়। মুখ্যমন্ত্রী আরও জানান, জেলা প্রশাসনের তরফে এধরনের কোনও আচরণ পেলে সরাসরি তাঁকেই বলা হোক। জেলাশাসক বা পুলিশ সুপারদের জানিয়েও কাজ না হলে তিনিই ত্রাতা হয়ে উঠবেন। এনিয়ে কারও কোনও দ্বিধা যেন না থাকে, বার বার সেকথা বোর্ডের সদস্যদের জানান মমতা বন্দ্যোপাধ্যায়। স্বভাবতই মুখ্যমন্ত্রীর তরফে এই সাহায্যের আশ্বাস পেয়ে বোর্ডের সদস্যরা স্বাভাবিকভাবেই আনন্দিত।