২০২০ সালের দেশ জোড়া কৃষক আন্দোলনের কথা এখনও ভোলেনি দেশবাসী। যার সামনে রীতিমতো মাথা নত করতে হয়েছিল মোদী সরকারকে। লোকসভা নির্বাচনের মুখে সেই স্মৃতি উসকে ফের আন্দোলনে নেমেছেন দেশের অন্নদাতারা। সেই আন্দোলনের তেজ আরও বাড়িয়ে পাঞ্জাব-হরিয়ানার শম্ভু সীমানা পেরিয়ে ‘দিল্লি চলো’র ডাক দিয়েছেন তাঁরা। তবে এরই মধ্যে হরিয়ানার খানাউরি সীমান্তে মৃত্যু হল এক কৃষকের। প্রতিবাদ সভা চলাকালীন পুলিশের সঙ্গে সংঘর্ষের সময়ই ওই কৃষকের মৃত্যু হয় বলে খবর।
অল ইন্ডিয়া কিষান সভার অভিযোগ, পুলিশের সঙ্গে সংঘর্ষের জেরেই মৃত্যু হয়েছে ওই কৃষকের। সামগ্রিক পরিস্থিতিতে দুদিনের জন্য দিল্লি যাত্রা স্থগিত রেখেছেন আন্দোলনকারী কৃষকরা। তবে তাঁদের অবস্থান বিক্ষোভ আগের মতো চলতেই থাকবে। জানা গিয়েছে, মৃত ওই কৃষকের নাম শুভ করন সিং। পাতিয়ালা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল ওই কৃষককে। সেখানকার চিকিৎসক বলেন, তাঁর শরীরে বুলেটের দাগ ছিল।
এক বেসরকারি সংবাদ মাধ্যমের খবর অনুসারে জানা গিয়েছে, ওখান থেকে তিনজনকে আনা হয়েছিল। কিন্তু আনার পরেই একজনের মৃত্যু হয়। তবে অন্য দুজনের শরীর স্থিতিশীল ছিল। মনে হয় বুলেটের ক্ষত ছিল। কিন্তু সেটা আমরা নিশ্চিত নই। তবে চিকিৎসক জানিয়েছেন অপরজন যিনি মারা গিয়েছেন তাঁর মাথায় গুলির দাগ ছিল। কিন্তু সেটা কতটা বড় সবটা ময়নাতদন্তের পরে জানা যাবে।