খনৌরি সীমানায় ২১ বছর বয়সি কৃষকের মৃত্যুর ঘটনায় পুলিশি বর্বরতার অভিযোগ তুলে জাতীয় মানবাধিকার কমিশনকে চিঠি রাজ্যের শাসকদল তৃণমূলের। তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখল সেই চিঠি পাঠিয়েছেন।
তৃণমূল সাংসদের অভিযোগ, বুধবার নিরস্ত্র কৃষকদের উপর অত্যাচার চালিয়েছে হরিয়ানার পুলিশ। তখনই মৃত্যু হয়েছে ২১ বছর বয়সি কৃষক শুভকরণ সিংহের। সাকেতের দাবি, ওই তরুণ কৃষকের মৃত্যু কী করে হল, তা নিয়ে সন্তোষজনক উত্তর দিতে পারেনি হরিয়ানার পুলিশ। তাঁর অভিযোগ, পুরো ঘটনায় প্রত্যক্ষ ভাবে জড়িত রয়েছে পুলিশ।
মানবাধিকার কমিশনকে পাঠানো চিঠিতে সাকেতের অভিযোগ, বিভিন্ন জায়গা থেকে তিনি জানতে পেরেছেন যে, মৃত কৃষকের মাথায় গুলির আঘাত ছিল। সেই বিষয়টিও কমিশনকে তদন্ত করে দেখার কথা চিঠিতে লিখেছেন তৃণমূল নেতা। পুরো বিষয়টিতে মানবাধিকার কমিশনকে হস্তক্ষেপ করতে বলার আর্জিও তিনি জানিয়েছেন। তৃণমূল সাংসদের দাবি, খনৌরি সীমানায় তরুণ কৃষকের মৃত্যুর ঘটনার তদন্ত করতে অবিলম্বে তথ্য অনুসন্ধানকারী দল (ফ্যাক্ট ফাইন্ডিং টিম) গঠন করুক মানবাধিকার কমিশন। কৃষকমৃত্যুর ঘটনায় দায়ী পুলিশের আধিকারিকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার আর্জিও চিঠিতে জানিয়েছেন তৃণমূল সাংসদ।
