আর বেশি দেরি নেই। সামনেই লোকসভা নির্বাচন। এবার দিল্লীতে লোকসভার সাতটি আসনের মধ্যে চারটিতে লড়াই করবে আম আদমি পার্টি। বাকি তিনটিতে কংগ্রেস। দুই দলের মধ্যে অবশেষে এই মর্মে বোঝাপড়া হয়েছে বলে খবর। উত্তর প্রদেশের পর আরও একটি রাজ্যে শরিক দলকে পাশে পেল কংগ্রেস। রাজধানীতেও আপ কংগ্রেস বোঝাপড়া ভেস্তে যাওয়ার দিকে গড়িয়েছিল। গত সপ্তাহে রাহুল গান্ধীর মধ্যস্থতায় নতুন করে আলোচনা শুরু করতে রাজি হন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। দুই দলের শীর্ষ নেতার আলোচনার পর দ্বিতীয় সারির নেতারা বোঝাপড়ায় পৌঁছান। বুধবারই কেজরিওয়াল আভাস দিয়েছিলেন, দিল্লী নিয়ে এক দুদিনের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে।
উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির সঙ্গেও শেষ পর্যন্ত কংগ্রেসের বোঝাপড়া হয়েছে। সেখানে মধ্যস্থতাকারীর ভূমিকা নেন প্রিয়ঙ্কা গান্ধী। তিনি অখিলেশ যাদবের সঙ্গে কথা বলার পর সমাজবাদী পার্টির প্রধান নতুন করে আলোচনায় রাজি হন। এমনকী, কংগ্রেসকে বাড়তি দুটি আসন ছেড়ে দেন তিনি। উল্লেখ্য, দেশের বৃহত্তম রাজ্যের ৮০টি আসনে কংগ্রেস লড়াই করবে ১৭টিতে। ২০১৯ -এ হাত শিবির ৩৫টি আসনে লড়াই।করে জিতেছিল মাত্র একটি। রায়বেরলিতে অল্প মার্জিনে যেতেন সনিয়া গান্ধী। জোট বা আসন বোঝাপড়া না হলেও সমাজবাদী পার্টি সেখানে প্রার্থী দেয়নি। পাঞ্জাবে আপের সঙ্গে কংগ্রেসের বোঝাপড়া ভেস্তে গিয়েছে। দিল্লীতে শেষ পর্যন্ত দুই দল আসন ভাগাভাগিতে সহমতে পৌঁছানোয় পাঞ্জাব নিয়েও তৈরি হয়েছে আশা।