দিন কয়েক আগেই পূর্ব বর্ধমানের জামালপুরের বহু বাসিন্দার আধার কার্ড বাতিল হয়ে গিয়েছে অভিযোগ ওঠে। তারপর একই ঘটনা ঘটে নদিয়ার কৃষ্ণগঞ্জ এবং হুগলির মগরাতেও। এ নিয়ে গত বৃহস্পতিবারই বিধানসভা এবং রবিবার বীরভূমের সিউড়ির সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠান মঞ্চ থেকে সুর চড়ান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এবার আধার সমস্যা সমাধানে হোয়াটসঅ্যাপ নম্বর চালু করল রাজ্য সরকার। যাঁদের আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে, তাঁরা 9088885544 নম্বরে হোয়াটস অ্যাপ করে জানাতে পারবেন। মঙ্গলবার রাত দশটার থেকে চালু হয়ে গিয়েছে নম্বরটি। প্রসঙ্গত, সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী বলেছিলেন, গরিব মানুষ যাতে তাঁদের অধিকার থেকে বঞ্চিত না হন, আমরা তার জন্য একটা ওয়েব পোর্টাল চালু করছি। যেটা সরাসরি মুখ্যমন্ত্রীকে জানাবে। যাঁদের যাঁদের নাম কাটা হচ্ছে, তাঁদের আমরা একটা আলাদা কার্ড দেব’। কাদের আধার ‘নিষ্ক্রিয়’ হচ্ছে? তা জানার জন্য এবার চালু করা হল হোয়াটসঅ্যাপ নম্বর।