আজ, বুধবার বারাকপুরের তারকা বিধায়ক রাজ চক্রবর্তীর জন্মদিন। আর তার আগেই গোটা এলাকা জুড়ে পড়ল পোস্টার-ব্যানারে। যাতে লেখা, ‘এবার বারাকপুরে জনতার রাজ’।
টিটাগড় থেকে কাঁচরাপাড়া পর্যন্ত এমনই পোস্টার দেখা গিয়েছে। পোস্টারের নিচে বিধায়ককে জন্মদিনের শুভেচ্ছাও জানানো হয়েছে। বারাকপুর, নোয়াপাড়া, ভাটপাড়া, জগদ্দল-সহ যে যে বিধানসভা এলাকায় এই ব্যানার, পোস্টার পড়েছে সেখানকার ব্যানারের নিচে সৌজন্যে সেই বিধানসভা এলাকার নাগরিকবৃন্দ বলে লেখা রয়েছে। প্রসঙ্গত, বারাকপুর লোকসভা কেন্দ্রের ভূমিপুত্র রাজ। বাড়ি তাঁর হালিশহরে। সেখানেই বেড়ে ওঠা, পড়াশোনা। তার পর কলকাতায় এসে চিত্র পরিচালক হন তিনি। একুশের বিধানসভা নির্বাচনে বারাকপুরে তাঁকে টিকিট দেব তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিপুল ভোটে জিতে বিধায়ক হন তিনি।