অসুস্থ স্বনামধন্য অভিনেতা ও নাট্যব্যক্তিত্ব মনোজ মিত্র। গতকাল, অর্থাৎ সোমবার তাঁকে ভর্তি করা হয়েছে এসএসকেএমের কার্ডিওলজি বিভাগে। জানা গিয়েছে, পেসমেকার বসানো হয়েছে মনোজবাবুর বুকে। চিকিৎসক গৌতম দত্তর তত্ত্বাবধানে রয়েছেন বর্ষীয়ান অভিনেতা।
হাসপাতাল সূত্রে পাওয়া খবর অনুযায়ী, অস্ত্রোপচারের পর সুস্থই রয়েছেন তিনি। উল্লেখ্য, শুধু অভিনয় নয়, নাটক রচনাতেও সমান পারদর্শী তিনি। অভিনেতা আপাতত সিনেমার পর্দা থেকে দূরেই রয়েছেন। তাঁর অভিনীত ‘বাঞ্ছারামের বাগান’, ‘আদর্শ হিন্দু হোটেল’ সিনেপ্রেমীদের মধ্যে আজও তুমুল জনপ্রিয়।