গত ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার উত্তর প্রদেশের সম্ভালে কলকি ধাম মন্দির করিডোরের শিলান্যাস অনুষ্ঠানে ফের তা নিয়ে বড়াই করতে দেখা যায় তাঁকে। আর মোদীর সেই ভাষণের কয়েক ঘণ্টা পরেই পূর্ব উত্তর প্রদেশের প্রতাপগড়ের জনসভা থেকে মোদীর নাম না করে রামমন্দির নিয়ে তাঁকে আক্রমণ করলেন রাহুল গান্ধী।
উল্লেখ্য, রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অমিতাভ বচ্চন, অনিল অম্বানি, মুকেশ অম্বানি, গৌতম আদানিরা। প্রতাপগড়ের সভায় রাহুল সেই ভিভিআইপি অতিথিদের নাম উল্লেখ করে বলেন, এমন সব মানুষদের মন্দির উদ্বোধনের অনুষ্ঠানে ডাকা হয়েছিল। অথচ আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে আমন্ত্রণ জানানো হয়নি। রাহুলের কথায়, রাষ্ট্রপতি আদিবাসী সম্প্রদায়ের মানুষ। তাই তাঁকে অবজ্ঞা করা হয়েছে।
প্রসঙ্গত, রাষ্ট্রপতি নির্বাচনের আগে দ্রৌপদীর জাত পরিচয়কে বারে বারে তুলে ধরেছিল বিজেপি। বিজেপির এই দাবির বিপরীতে রাহুল বারে বারেই দেশে তফসিলি, আদিবাসীদের ওপর অত্যাচারের ঘটনায় সরব হয়েছেন। সেই সুরেই সোমবার কংগ্রেস নেতা প্রশ্ন তুলেছেন, কেন রাষ্ট্রপতিকে দিয়ে রামমন্দিরের উদ্বোধন করানো হয়নি? রাহুলের অভিযোগ, দ্রৌপদী আদিবাসী বলেই, মন্দির উদ্বোধনে ডাক পাননি।