শাহজাহান শেখ, তাঁর শাগরেদ উত্তম সিংহ ও শিবপ্রসাদ হাজরা (শিবু)দের বিরুদ্ধে জমি দুর্নীতি ও মহিলাদের ওপর নির্যাতনের অভিযোগ ঘিরে গত সপ্তাহে উত্তাল হয়েছিল সন্দেশখালি। তবে অভিযোগ সামনে আসতেই দ্রুত ব্যবস্থা নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনের পাশাপাশি দলীয় ভাবেও উদ্যোগ নেওয়া হয়েছে। গত কয়েক দিন ধরেই তৃণমূলের প্রতিনিধি দল বাড়ি বাড়ি ঘুরে সন্দেশখালির সাধারণ বাসিন্দাদের ক্ষোভ-অভিযোগের কথা শুনছিল।
আর এবার সন্দেশখালির একাধিক মৌজায় জমির পাট্টা দেওয়ার কাজ শুরু করল প্রশাসন। শুরু হল জমির নাম নথিভুক্তিকরণের কাজও। গতকাল সন্দেশখালির বিভিন্ন মৌজার প্রায় ৫২ জন জমি মালিকদের জমির পাট্টা ও সেই জমির রেকর্ড দেওয়ার ব্যাবস্থা করে তৃণমূল পরিচালিত জেলা পরিষদ। বারাসতের জেলা পরিষদ দফতরে এই পাট্টা ও সেই জমির রেকর্ড তথা নাম নথিভুক্ত করার কাজ শুরু করেন জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী।