অবশেষে এল বিরাট স্বস্তি। মহিলা সিভিক পুলিশদের বদলির ক্ষেত্রে এবার বিরাট সিদ্ধান্ত। বিবাহিতা সিভিক পুলিশরা আবেদন করলেই শ্বশুরবাড়ির এলাকার থানা বা পুলিশ জেলায় বদলি নিতে পারবেন। অর্থাৎ তারা চাকরি করেও শ্বশুরবাড়িতে থেকে সংসারটা করতে পারবেন। এক্ষেত্রে এক জেলায় শ্বশুরবাড়ি আর এক জেলায় ডিউটি দিতে হবে এমনটা নয়। যে জেলায় , যে থানা এলাকায় শ্বশুরবাড়ি সেখানেই বদলি পেতে পারেন সংশ্লিষ্ট মহিলা সিভিক পুলিশরা।
দেখা যায় বিয়ের পরে মারাত্মক সমস্যায় পড়তেন মহিলা সিভিক পুলিশরা। বেতন কম হওয়ার জন্য স্বামী, শ্বশুরবাড়ি থেক আলাদা থাকতে গিয়েও সমস্যায় পড়ে যেতেন তারা। তবে অবশেষে এল স্বস্তি। নিশ্চিন্তে শ্বশুরবাড়িতে থেকেই তাঁরা ডিউটিতে যেতে পারবেন।
সূত্রের খবর, ওয়েস্ট বেঙ্গল পুলিশ স্টেট ওয়েলফেয়ার কমিটির পক্ষ থেকে এব্যাারে নবান্নে আবেদন জানানো হয়েছিল। সেই আবেদন মেনে নিয়েছে সরকার। এনিয়ে সিদ্ধান্ত হয়েছে। শনিবার রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এনিয়ে নির্দেশিকা জারি করেছিলেন।
সিভিক ভলান্টিয়ার হিসাবে বহু মহিলা চাকরিতে যোগদানের সময় অবিবাহিত ছিলেন। তখন তাঁদের বাপের বাড়ির এলাকায় পোস্টিং দেওয়া হয়েছিল। কিন্তু যাঁদের দূরে বিয়ে হয়েছে তাঁদের মধ্যে অনেকেই শ্বশুরবাড়ি থেকে যাতায়াতের অসুবিধা ভোগ করছেন। তাই এই পদক্ষেপ করা হচ্ছে।